জেলা

পরিযায়ী শ্রমিকদের সপক্ষে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সিপিআই(এম) ,সিআইটিইউ


রুদ্র চক্রবর্তী,চুঁচুড়া: চিন্তন নিউজ:১১ই মে :- দেশে চলা এই ভয়ঙ্কর সময়ের মধ্যে আবারও অনন্য নজির রাখলো সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সি আই টি ইউ’ র পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে লকডাউনের সময় ঘরে থাকা সকল শ্রমিকদের বেতনের দাবিতে মামলা করা হয়। তাদের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয় শ্রমিকরা দেশের স্বার্থে সরকারি নিয়ম মেনে তারা গৃহবন্দি অবস্থায় রয়েছে কাজে যোগদান না করে। এমত অবস্থায় সরকার এবং মিল মালিকদের উচিৎ শ্রমিকদের সম্পুর্ন বেতন দিয়ে দেওয়া।পাশাপাশি তারা এটাও দাবি করে সকল পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনতে হবে এবং তাদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। সূত্রে খবর কলকাতা হাইকোর্ট সি আই টি ইউ’র হলফনামা গ্রহণ করেছে।

রুদ্র চক্রবর্তী,আর‌ও জানিয়েছেন, ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী লোকাল কমিটির পক্ষ থেকে বাঁশবেড়িয়া পৌরসভার সামনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবি নিয়ে পোস্টারসহ বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফ‌আই হুগলী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ,লোকাল কমিটির সভাপতি কাদির হুসেইন, অমিত সরকার,সুরজিৎ গুহ,মনোজ মালিক,শুভঙ্কর বিশ্বাস সহ ডিওয়াইএফ‌আই কর্মীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।