দেশ রাজনৈতিক

নাগাল্যান্ডের মন জেলাতে সামরিক বাহিনীর দ্বারা নিরীহ ১৪জন শ্রমিকের উপর সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে গুয়াহাটি বেজবরুয়া চকে সিআইটিইউ’র অবস্থান কার্যসূচী


সীমা বিশ্বাস: চিন্তন নিউজ:৯ই ডিসেম্বর:– সি আই টি ইউ র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন শর্মা এবং উপ-সভাপতি বীরেন শর্মা এই ঘটনার তীব্র নিন্দা করে মহানগর জেলা প্রশাসনের মাধ্য মে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করে ।১৪ জন নিরীহ শ্রমিকের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি করা হয় এবং কর্তব্যরত সেনা বাহিনীকে কঠোর শাস্তি প্রদান করার দাবি করা হয়। সেইসঙ্গে উত্তর-পূর্বাঞ্চল থেকে সশস্ত্রবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবি জানায়। ১৯৫৮ সালে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন উত্তর-পূর্বাঞ্চলে বলবৎ হওয়ার পর থেকে বহু নিরীহ, নিরপরাধ মানুষকে জেল খাটতে হয়েছে। অনেক লোককে উগ্রপন্থী সন্দেহে হত্যা করা হয়েছে। অতি দুঃখের যে, গত ৭ ডিসেম্বর ২০২১তারিখে নাগাল্যান্ডের মন জেলায় কয়লা খনিতে সপ্তাহের কাজ সেরে শনিবার দিন শ্রমিকরা বাড়ি ফিরছিলেন ।সেইসময় নাগাল্যান্ডে হর্নবিল উৎসব শুরু হয়েছে ।সেই উৎসবের আনন্দে শ্রমিকরা গান গেয়ে গেয়ে একটি টেম্পো ভ্যানে করে বাড়ি ফিরছিলেন কিন্তু উগ্রপন্থী সন্দেহে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে নির্বিচারে নিরীহ শ্রমিকদের উপর গুলিবর্ষণ করে হত্যা করে। ৬ জনের মধ্যে ৪ জনের তৎক্ষণাৎ মৃত্যু হয় । সেনাবাহিনী মৃত শ্রমিকদের অন্য স্থানে লুকিয়ে রাখার চেষ্টা করে।কিন্তু সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করায় উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হওয়াতে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ জনতার গোলাগুলি হয় এবং একজন সেনাসহ ৯ জনের মৃত্যু হয় ।নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রিও ই এই আইন প্রত্যাহারের দাবি তোলে। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠন এই কালা আইন প্রত্যাহার করার দাবি জানায় । সিপিআইএমের অসম রাজ্য কমিটির রাজ্য সম্পাদক দেবেন ভট্টাচার্য্য সংসদে গৃহ মন্ত্রীর দায়সারা মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে মানবাধিকার লঙ্ঘনকারী এই কালা আইন প্রত্যাহার করার দাবি জানায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।