দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:৯ই ডিসেম্বর:- জলপাইগুড়ি:- এবার ভাল্লুকের আতঙ্ক খোদ জলপাইগুড়ি শহরে। মঙ্গলবার অবাক করে দেওয়ার মত এমনই ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে। জলপাইগুড়ি শহরের মধ্যে তিস্তা উদ্যানে ভাল্লুকের পায়ের ছাপের মতো চিহ্ন দেখতে পান কর্তব্যরত তিস্তা উদ্যানের কর্মীরা। সঙ্গে সঙ্গে এদিন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তিস্তা উদ্যান। তিস্তা উদ্যানের দুই কর্মী এদিন সকালে এসে প্রথমে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান। এক বনকর্মীর কথায় এটি ভাল্লুকের পায়ের ছাপ হতে পারে। ঝুঁকি না নিয়ে আপাতত বনদপ্তর তিস্তা উদ্যান বন্ধ রেখেছে। বিন্নাগুরি থেকে বনদপ্তরের বিশেষ টিমে সে বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। ভাল্লুকের আতঙ্কে সকাল থেকে জলপাইগুড়ি শহরে হুড়োহুড়ি পড়ে যায়। মঙ্গলবার অবাক করে দেওয়ার মত এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।
তিস্তা উদ্যানের দুই কর্মী এদিন সকালে এসে প্রথমে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান। এক বনকর্মীর কথায় এটি ভাল্লুকের পায়ের ছাপ হতে পারে। ঝুঁকি না নিয়ে আপাতত বনদপ্তর তিস্তা উদ্যান বন্ধ রেখেছে। বিন্নাগুরি থেকে বনদপ্তরের বিশেষ টিম বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। সন্ধ্যা হতেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিস্তা ও করলা নদীর বাধ সংলগ্ন এলাকায় মাইকিং করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বাদ সংলগ্ন রাস্তা। প্রসঙ্গত উল্লেখ্য ওই এলাকায় জলপাইগুড়ির জেলাশাসক, জেলা আদালতের প্রধান বিচারপতি, ও সার্কিট বেঞ্চ এর বিচারপতিদের বাংলো রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এফডিআই স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত জেলা বইমেলা। ভাল্লুক আতঙ্কে প্রশাসনিক নির্দেশে গতকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে ভাল্লুক বা ওই জাতীয় কোন অজানা জন্তু নজরে আসলে এলাকার মানুষ যেন বনদপ্তর বা পুলিশ প্রশাসনকে জানায়। গত কয়েকদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চা-বাগানে ভাল্লুক দেখতে পাওয়া গেছে ভাল্লুকের আক্রমণে কিছুদিন আগে নিহত হয়েছেন এক ব্যক্তি। কিন্তু জলপাইগুড়ি শহরে ভাল্লুক আসতে পারে এ কথা ভেবেই অনেকে শিউরে উঠছেন।
ভাল্লুক মূলত পাহাড়ি জঙ্গলে বসবাস করে গত ত্রিশ চল্লিশ বছরে চা বাগান ডুয়ার্স এলাকায় ভাল্লুক দেখা যায়নি। পরিবেশ প্রেমীদের সন্দেহ পাহাড় ফাটিয়ে কালিমপং সিকিমের যে রাস্তা তৈরি হচ্ছে সেই সংক্রান্ত কারণে বা অন্য কোনো বিশেষ ঘটনার জন্য প্রচুর ভাল্লুক পাহাড়ি এলাকা ছেড়ে সমতলে নেমে এসেছে। রাত ৮.৩০ নাগাদ ফরেস্ট ডিপার্টমেন্ট এর বিশেষ টিম কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় খাঁচা নিয়ে ভাল্লুক ধরতে রওনা হয়েছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে কিং সাহেব ঘাট এলাকায় এলাকায় সিসিটিভি ফুটেজে ভাল্লুক এর মতন জন্তু দেখতে পাওয়া গেছে।