জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষঃ-৫৬০০০ কল কারখানা খুলেছে কিনা জানা নেই কার‌ও, তবে বন্ধের তালিকায় নতুন সংযোজন ভদ্রেশ্বরের জুটমিল কারখানা। বিপদের মুখে১০০০ শ্রমিক পরিবার।

দেবারতি বাসুলীঃ- সদস্য সংগ্রহ চলছে তারকেশ্বর উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব ডি ওয়াই এফ আই।

রাসায়নিক সার অগ্নিমূল্য, প্রতিবাদে মান্দারণ অঞ্চলের স্থানীয় কৃষক সভার সদস্যরা ।
গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের মান্দারণ এলাকায় একটি রাসায়নিক সারের দোকানে সামনে রাসায়নিক সারের একটি গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় কৃষক সভার সদস্যরা।
তাদের দাবি দোকান মালিক চাষীদের কাছ থেকে প্রিন্ট মূল্য থেকে অনেক বেশি মূল্যে সার বিক্রি করছে, যা সম্পূর্ণ বেআইনি। দোকানদার পিন্ট মূল্য দিয়ে প্রয়োজনে সার দিতে অস্বীকার করেন এবং চাষীদের বলা হয় যদি ওই সার নিতে হয় তবে ঐ রাসায়নিক সারের প্যাকেটের সঙ্গে অন্যান্য সার নিতে হবে তবেই প্রিন মূল্যে প্রয়োজনীয় সার পাওয়া যাবে । এই নিয়েই চাষীদের সঙ্গে দোকানদারের বাদানুবাদ চরম জায়গায় পৌঁছায় আর তা দেখেই স্থানীয় কৃষক সভার কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে তড়িঘড়ি গোঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।