চিন্তন নিউজ:৩০শে মে,২০১৯:-সূপর্ণা রায়:– পালিত হল এভারেস্ট বিজয় দিবস….. গত বুধবার সাড়ম্বরে নাফের উদ্যোগ এ পালিত হল এভারেস্ট বিজয় দিবস।।একে কেন্দ্র করে পাহাড়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।। ৬৭ বছর আগে এই দিনে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি প্রথম এভারেস্ট চূড়ায় পা রাখেন।।সেদিক দিয়ে দেখতে গেলে এটি হল ৬৭ তম এভারেস্ট বিজয় দিবস। এদিন সকাল থেকে মাল বাজার এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংস্থা এই দিন টি পালন করেন।। পরিবেশপ্রেমী সংস্থা নেচার এন্ড এডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে নোরগের মুুর্তি তে মাল্যদান করা হয় পরে কি ভাবে পাহাড়ে উঠতে হয় তা হাতে কলমে দেখান হয়।।ন্যাফের নিজস্ব দফতর এ রক্তদান শিবির হয়।।এই শিবিরে ৩২ জন রক্ত দান করেন।।সন্ধ্যা বেলায় মালবাজার এলাকায় এভারেস্ট বিজয় উপর নানারকম তথ্যচিত্র দেখানো হয়।।তাছাড়া চালসা এলাকাতেও এই দিন টি পালিত হয়।।।
Related Articles
দুঃস্থ গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যের যোগান দিল ডিওয়াইএফআই রামপুরহাট ১ পূর্ব লোকাল কমিটি।
রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৫ই এপ্রিল:-রামপুরহাট শহরে ২০০ জন গর্ভবতী দুঃস্থ মহিলা ও শিশুদের দুধের প্যাকেট, ডিম, সয়াবিন বড়ির প্যাকেট ও অন্যান্য পুষ্টিকর দ্রব্য বিতরণ করলো ডিওয়াইএফআই রামপুরহাট ১ পূর্ব লোকাল কমিটি। লক ডাউন চলার কারনে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কোন কাজ নেই, নেই অর্থ উপার্জনের কোন পথ। এই মানুষগুলোর চোখেমুখে চিন্তার ছবি ফুটে উঠছে। এই […]
মুখ্যমন্ত্রীর হুমকিতে এন.আর.এস. এর পরিস্থিতি আরো জটিল
মৌসুমী চক্রবর্তী, চিন্তন নিউজ, ১৩ জুন: এন.আর.এস. হাসপাতালে আন্দোলনকারীদের পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশর্ত ক্ষমা না চাইলে আন্দোলন প্রত্যাহার করবেন না তাঁরা। মুখ্যমন্ত্রীর হুমকির ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনি ব্যবস্থা নেওয়ার বার্তাও […]
করোনা আতঙ্ক থেকে মানুষকে পাশে থাকার আশ্বাস #DYFI এর
করোনা আতঙ্ক থেকে মানুষকে পাশে থাকার আশ্বাস #DYFI এরকরোনা আতঙ্ক থেকে মানুষকে পাশে থাকার আশ্বাস #DYFI এরকরোনা আতঙ্ক থেকে মানুষকে পাশে থাকার আশ্বাস #DYFI এরকরোনা আতঙ্ক থেকে মানুষকে পাশে থাকার আশ্বাস #DYFI এরকরোনা আতঙ্ক থেকে মানুষকে পাশে থাকার আশ্বাস #DYFI এরকরোনা আতঙ্ক থেকে মানুষকে পাশে থাকার আশ্বাস #DYFI এরকরোনা আতঙ্ক থেকে মানুষকে পাশে থাকার আশ্বাস […]