রাজ্য

সাড়ম্বরে এভারেস্ট বিজয় দিবস পালিত হ’ল।


চিন্তন নিউজ:৩০শে মে,২০১৯:-সূপর্ণা রায়:– পালিত হল এভারেস্ট বিজয় দিবস….. গত বুধবার সাড়ম্বরে নাফের উদ্যোগ এ পালিত হল এভারেস্ট বিজয় দিবস।।একে কেন্দ্র করে পাহাড়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।। ৬৭ বছর আগে এই দিনে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি প্রথম এভারেস্ট চূড়ায় পা রাখেন।।সেদিক দিয়ে দেখতে গেলে এটি হল ৬৭ তম এভারেস্ট বিজয় দিবস। এদিন সকাল থেকে মাল বাজার এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংস্থা এই দিন টি পালন করেন।। পরিবেশপ্রেমী সংস্থা নেচার এন্ড এডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে নোরগের মুুর্তি তে মাল্যদান করা হয় পরে কি ভাবে পাহাড়ে উঠতে হয় তা হাতে কলমে দেখান হয়।।ন্যাফের নিজস্ব দফতর এ রক্তদান শিবির হয়।।এই শিবিরে ৩২ জন রক্ত দান করেন।।সন্ধ্যা বেলায় মালবাজার এলাকায় এভারেস্ট বিজয় উপর নানারকম তথ্যচিত্র দেখানো হয়।।তাছাড়া চালসা এলাকাতেও এই দিন টি পালিত হয়।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।