রাজ্য

পূর্ব বর্ধমান জেলায় শিক্ষক আন্দোলনের অগ্রণী নেতা সত্যপ্রিয় রায়ের ১১৪তম জন্মদিবস পালন।


কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ: ১লা মার্চ – যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নিখিলবঙ্গ শিক্ষক সমতির প্রাণপুরুষ সত্যপ্রিয় রায়ের ১১৪ তম জন্মদিবস। সমিতির নিজস্ব গৃহ আমোদবিহারি বসু ভবনে সত্যপ্রিয় রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে তাঁর স্মরণানুষ্ঠান শুরু হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা সম্পাদক, সভাপতি এবং একে একে উপস্থিত সকল সদস্য সদস্যাবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি শ্রী অরিন্দম মন্ডল।

সত্যপ্রিয় রায়ের জীবনী, কর্মধারা এবং বর্তমান সময়ের শিক্ষক আন্দোলনে সত্যপ্রিয় রায়ের জীবনাদর্শ ও কর্মধারার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন সমিতির জেলা সম্পাদক শ্রী সুদীপ্ত গুপ্ত এবং পূর্বতন অন্যতম শিক্ষক নেতা শ্রী অতিক্রম সান্যাল। সমিতির সদস্য সদস্যার উল্লেখযোগ্য উপস্থিতি ছিলো এই ঘরোয়া অনুষ্ঠানে। নিখিলবংগ শিক্ষক সমিতির শতবর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গেও আলোচনা হয় এই অনুষ্ঠানে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।