রাজ্য

লকডাউনে রক্তের তীব্র সংকটে রক্তদান শিবির আয়োজন উত্তরদিনাজপুর ডিওয়াইএফ‌আই জেলা কমিটির


বিপ্লব সেন:চিন্তন নিউজ:২রা এপ্রিল:- করোনার কবলে গোটা রাজ্য তথা দেশ, সারা বিশ্ব। লকডাউনে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে দেখা দিয়েছে রক্তের তীব্র সংকট। এমতাবস্থায় রক্ত সংকট মেটাতে রায়গঞ্জ জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের আয়োজন করল ডিওয়াইএফ‌আই, এস‌এফ‌আই উত্তর দিনাজপুর জেলা কমিটি।

আজকের দিনে শহীদ হয়েছিলেন এস‌এফ‌আই নেতা সুদীপ্ত গুপ্ত । বাম আন্দোলনে শহীদ ছাত্র নেতা কমরেড সুদীপ্ত গুপ্তর স্মরণে আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরের। উক্ত রক্তদান শিবিরে রক্ত দান করলেন পঞ্চাশের বেশি রক্তদাতা। উক্ত রক্তদান শিবিরে খুব গুরুত্ব সহকারে সোস্যাল ডিস্ট্যান্সিং এর নিয়ম পালন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।