নিউজ ডেস্ক:– চিন্তন নিউজ:৯ই জানুয়ারি:– আনিস খানের খুনীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে এসএফআই, ডিওয়াইএফআই এর আন্দোলন চলছে। সরকারি পুলিশ এই আন্দোলন দমনে কোনোভাবেই খামতি রাখে নি। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি সহ ১৬ জনকে দশদিন জেলে আটকে রাখে,এরপর জামিনে মুক্ত হয়ে যেদিন বাইরে আসেন তাঁরা,সেদিন ছাত্র -যুব নেতৃত্ব তাঁদের সম্বর্ধনা দিতে আসায়, এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে লাল বাজারে নিয়ে যায়। এত দমনপীড়নের মাঝেও ছাত্র-যুবরা একই দাবিতে অনড়। লালবাজারের লকআপের দেওয়ালেও তাঁদের দাবি লিখে রেখে এসেছেন। ‘ আনিস খান এর হত্যাকখরীদের শাস্তি চায়”, “তোমার নাম ,আমার নাম – আনিস খান,আনিস খান”।
এই দেওয়াল চিত্র হয়তো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে এতক্ষণে মুছে ফেলেছে। তাই এই চিত্রকে নিজেদের সংগ্রহে রাখা প্রয়োজন। ভবিষ্যতে ইতিহাসে এটা স্থান করে নেবে।