জেলা

আসামের সুকন্ঠি গায়িকা সুদক্ষিণা শর্মার দেহাবসান।


সীমা বিশ্বাস, আসাম,৩জুলাই,চিন্তন নিউজ:– আজ ভোর ৭.৫৫ মিনিটে আসামে দুদশক ধরে সাংস্কৃতিক জগতে জড়িত সুকন্ঠি গায়িকা সুদক্ষিণা শর্মা ৮৫বছর বয়সে দেহাবসান হয়।সাংস্কৃতিক পরিবারে জন্ম সুদক্ষিণা শর্মা আসামের সঙ্গীত জগতে অবস্মরণীয় অবদান রেখে গেছেন।প্রখ্যাত গায়ক ভুপেন হাজারিকার ভগ্নী সুদক্ষিণা শর্মা জ্যোতি সঙ্গীত,রাভা সঙ্গীত, রবীন্দ্র সংগীত গায়কীতে পারদর্শী ছিলেন। তিনি ছিলেন বামপন্থী মনোভাবাপন্ন, প্রগতিশীল, কুসংস্কার বিরোধী মনের মানুষ।১৯৮০সালের বিদেশি বিতারণ আন্দোলনের সময় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ওগণতন্ত্রএর পক্ষে থাকার জন্য সুদক্ষিণা শর্মা এবং তার স্বামী প্রখ্যাত গায়ক দিলীপ শর্মাকে বহু নির্যাতনের শিকার হতে হয়েছিল। ভারতীয় গণনাট্য সংঘের গুয়াহাটি শাখার  তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। মানব কল্যাণে তিনি মরনোত্তর দেহদান করে গেছেন। আসামের প্রগতিশীল সাংস্কৃতিক জগতের সন্মানীয় ব্যাক্তিগণ এবং সিপিআইএম এর রাজ্যকমিটি, মহিলা যুব, ছাত্র সংগঠনের পক্ষ থেকে মহান গায়িকা সুদক্ষিণা শর্মার প্রতি শোক জ্ঞাপন করে শ্রদ্ধা নিবেদন করে। চিন্তনের পক্ষ থেকে প্রয়াত মহান গায়িকা সুদক্ষিণা শর্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।