বিজ্ঞান ও প্রযুক্তি

এগ্রোব্যাকটেরিয়াম টিউমফেসিয়েন্স ….


মীরা দাস :চিন্তন নিউজ:২২শে ফেব্রুয়ারি:–রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটি বৃদ্ধ নিম গাছ, আর তার সারা দেহ জুড়ে অঝোরে জল পড়ছে। সেই জল নেবার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে স্থানীয় মানুষের বিশ্বাস এই জল খুব উপকারি ও ওষুধের কাজ করবে। এ জলের স্বাদ নিম পাতার মতন তেতো নয় ..বরং মিষ্টি, সুস্বাদু।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা তলার কমল পুর মেন রোডের শালুনি আর কাঁটাপাহাড়ী গ্রামের মাঝে।
উদ্ভিদ বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এটি নতুন নয়। উদ্ভিদ বিদ্যার একাধিক শিক্ষকের মতেে এটি একটি ব্যাকটিরিয়া সংক্রান্ত রোগ নিম গাছের। তাঁদের অভিমত ব্যাকটিরিয়া সংক্রান্ত এই রোগ হয় নিম গাছের ,নিম গাছটি বৃদ্ধ হয়ে যাবার ফলে, গাছের টিস্যু গুলি জল সঞ্চয় করতে শুরু করে এটি বিজ্ঞানের ভাষায় ” এগ্রোব্যাকটেরিয়াম টিউমফেসিয়েন্স ”নামে পরিচিত। এক্ষেত্রে টিউমার তৈরী হয় গাছের কান্ডে। বায়ুমন্ডলে আদ্রতা বেশি থাকার ফলে টিস্যুগুলি ফেটে জল ঝরতে থাকে ৬ থেকে ৭ দিন ধরে। এটি কোন অস্বাভাবিক ঘটনা নয়। নিম গাছের বয়স ৫০ এর ওপর হলে এই রকম সংক্রমন দেখা দিয়ে থাকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।