রাজ্য

বীরভূমের নলহাটিতে ধরা পড়লো লরি বোঝাই বিস্ফোরক।গ্রেফতার চালক-খালাসি সহ-৪।


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৩ সেপ্টেম্বর: বীরভূম জেলার নলহাটিতে বিস্ফোরক বোঝাই লরি উদ্ধার হল। গতকাল গভীর রাতে উদ্ধার হয় ১৬৯ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ সূত্রে খবর এক একটি বস্তায় ৫০কেজি করে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল।

লরির চালক-খালাসি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই ট্রাকটি হায়দরাবাদ থেকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ে যাওয়া হচ্ছিল পাথর খাদানে ব্যবহারের জন্য।

প্রশ্ন উঠছে এত বিষ্ফোরক একসাথে রাতের অন্ধকারে সত্যিই কি পাথরের খাদানের জন্য নিয়ে যাওয়া হ’চ্ছিল? আর‌ও প্রশ্ন উঠছে বৈধ কাগজপত্র থাকলে নিশ্চিতরূপে পুলিশ গ্রেফতার করতো না। সারাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।