জেলা

কোভিড নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীদের চিঠি প্রধানমন্ত্রীকে


প্রতিবেদক : মিতা দত্ত: চিন্তন নিউজ:৬ই মে:– কোভিড নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা অবশেষে চিঠি দিলেন প্রধানমন্ত্রী মোদীকে।

এতো মৃত্যুর কারণ ভাইরাস নয়, কারণ – জটিল পরিস্থিতি সামলানোর উপযুক্ত পরিকাঠামোর অভাব। সেই কারণে মৃত্যু এতো বেশী। সঙ্কটাপন্ন রোগীর সংখ্যা বাড়ছে , অথচ তাদের বেড পর্যন্ত নেই – বলেছেন কোভিড বিযয়ে বিশেষজ্ঞদলের অন্যতম সফদরজং হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক যুগলকিশোর।

বিশেষজ্ঞ দল আরো অভিযোগ করেছেন, তাঁদের প্রয়োজনীয় তথ্য দেওয়া হচ্ছে না। ভাইরাসের প্রতিরোধ শক্তি গড়ে ওঠার মতো মহামারী সংক্রান্ত বিভিন্ন তথ্য তাঁদের নাগালের বাইরে রাখা হচ্ছে। বিশেষজ্ঞদলে আছেন অধ্যাপক পার্থ মজুমদার , এলএস শশীধর সহ দু’শো বিজ্ঞানী গবেষক।

ওনাদের বক্তব্য বিজ্ঞানসম্মত বিশ্লেষণের অভাবে রোগ সম্পর্কে ওনারা অন্ধকারে থাকছেন যা সরকার করতে পারেন না। ফলে মনুষ্য সমাজে বিভীষিকা নেমে এসেছে।
বিশেষজ্ঞরা সরকারকে পরামর্শ দিয়েছেন অবিলম্বে কোভিড চিকিৎসা ও সচেতনতার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরী করা হোক এবং দেশজ প্রযুক্তিকে কাজে লাগানোর দাবীও উঠে এসেছে তাঁদের বক্তব্যে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।