নিজস্ব সংবাদদাতা চিন্তন নিউজ:- ৬ ই এপ্রিল:- বলাগড় এ সিপিআইএম প্রার্থীর সমর্থনে পথসভা। ত্রিবেনী স্টেশন বাজারেও পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখছেন শিবানী দাশগুপ্ত।।
আজ চুঁচুড়ায় সংযুক্ত মোর্চা সমর্থিত ফব: প্রার্থী গরিবের ডাক্তার কমরেড প্রণব কুমার ঘোষ এর সমর্থনে এক বর্ণাঢ্য মহামিছিলে পা মেলালেন শহরের সাধারণ মানুষ।
কমরেড বিশ্বজিৎ রায় (ব্যান্ডেল কোদালিয়া এরিয়া কমিটির সদস্য) গত ২ মাস ধরে টোটো চালাচ্ছেন না সংসার কিভাবে চলছে তা ক’জন জানে,, ১৫০ টির বেশী দেওয়াল লিখেছেন আর নিজেই সিংহ এঁকেছেন। দুর্বল বুথ গুলিতে সারাদিন পড়ে থেকে লড়াই করছেন। একের পর এক পথসভা দ্বায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন। আজ সকালে সংযুক্ত মোর্চা সমর্থিত ফরোওয়ার্ড ব্লক প্রার্থী ডাঃ প্রনব ঘোষের কৃষ্ণপুর বাজারে প্রচার।
আজ জাঙ্গীপাড়া বিধানসভায় সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী সেখ মইনুদ্দিনের সমর্থনে শিয়াখালা এলাকায় বিভিন্ন বুথে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন বুথে ক্যাম্প বসেছে।।