নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৪ এপ্রিল: আজ পূর্ব বর্ধমানের রায়না তে বর্ধমান লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাসের সমর্থনে বিশাল মিছিল। ২০১১ সালের পর রায়না এক ভয়ংকর নাম, বোমাবাজি, বন্দুক, খুন, জখম লেগেই ছিল। দিনের আলোতেও হাড় হিম করা সন্ত্রাস।
অনেকবছর পর রায়নার মানুষ ভয় কাটিয়ে আজ লাল পতাকার নীচে আশ্রয় খুঁজছে। আজকের মিছিল যেন পুরোনো বর্ধমানের স্মৃতি মনে করিয়ে দিল।
মিছিল হয় শ্যামসুন্দর থেকে মাধবডিহি পর্যন্ত ।মিছিলে পুরোভাগে ছিলেন সিটু নেতা অমল হালদার, উদয় সরকার, বর্ধমান পূর্ব কেন্দ্রের প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস সহ অনেকে। মিছিলে জনস্রোত ছিল। আনুমানিক দু’হাজারের কাছাকাছি মানুষ মিছিলে পা মিলিয়েছেন।