দেশ

মুখ্যমন্ত্রীকে শো-কজ নির্বাচন কমিশনের


সঞ্জিতা সঞ্জু, চিন্তন নিউজ, ৪ এপ্রিল: মুখ্যমন্ত্রীকে শোকজ নির্বাচন কমিশনের, জবাব দিতে হবে শুক্রবার বিকেলর মধ্যে। গাজিয়াবাদ জনসভায় বালাকোটের এয়ার স্ট্রাইক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেস জঙ্গীদের বিরিয়ানি খাওয়ায়, আর ‘মোদী কী সেনা’ সন্ত্রাসীদের গোলা-গুলি দেয়, দু’দলের মধ্যে এটাই পার্থক্য।
গাজিয়াবাদের সভায় এরূপ মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে জনমানসে ও বিরোধী শিবিরে। বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং এর হয়ে প্রচারে গিয়ে এরূপ মন্তব্য করেন,যিনি প্রাক্তন সেনাপ্রধান, তার উপস্থিতিতে ‘মোদী কী সেনা’ বলে উল্লেখ করেন। এরপর বিরোধীরা কমিশনের কাছে নালিশ ঠুকে দেয়। তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী নির্বাচন বিধি ভঙ্গ করেছেন,সেনার নাম ব্যবহার করে।
নির্বাচন কমিশন গাজিয়াবাদ প্রশাসনের কাছে রিপোর্ট চাইলে, প্রশাসন ভিডিও ক্লিপ পাঠায়। নির্বাচন কমিশন ১৯ শেষ মার্চ, সব রাজনৈতিক দলকে প্রচারে সেনাকে ব্যবহার এমনকি সেনার ছবি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।ক্ষুব্ধ নৌসেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস, তিনিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।