দেশ

ভোটের আগে রাহুলের নয়া চমক


পাপিয়া সিনহা, চিন্তন নিউজ, ৫ এপ্রিল: ২০১৯ লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করলো কংগ্রেস। এই ইস্তেহারে নয়া চমক রাহুল গান্ধীর। মনরেগার ১০০ দিনের কাজ এবার ১৫০ দিনের কাজ হবে। কৃষকদের জন্য রেল বাজেটের মতো পৃথক বাজেট পেশ হবে। কৃষকরা ঋণ পরিশোধ করতে না পারলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে না। প্রতি গরীব কৃষক পরিবারের ব্যাংকের খাতায় বছরে ৭২ হাজার টাকা জমা পড়বে । নতুন শিল্প স্থাপন হবে। GDP র ৬%  শিক্ষাখাতে ব্যয় করা হবে। ২২ লক্ষ সরকারি শূন্যপদ পূরণ। পঞ্চায়েতে ১০ লক্ষ যুবক-যুবতীর চাকরি। এরকমই আরো কৃষকদরদী ও জনদরদী প্রকল্প চালু করার কথা আছে এই ইস্তেহারে।
নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে উপোরোক্ত প্রতিশ্রুতি গুলি পূরণ করবেন বলে জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি এও বলেন কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে যা প্রকাশিত তার একবর্ণও মিথ্যা প্রচার নয়। কংগ্রেস ক্ষমতায় আসলে জনগণকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি তাঁরা পালন করবেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।