কী চাই কী চাই সাথী
বল তোর কী চাই কী চাই
যা চাই তা না মেলে তো
শাসকের মুখে দিবি ছাই
বেঁচে থাকতে চাই শুধু
আমরা মানুষ মেহনতি
এ দাবি আদায় করব,
না, স্বীকার করব না নতি
কী চাস কী চাস সাথী
বল আজ কী চাস কী চাস
নিজের জীবন দিয়ে
সাথীদের জীবন বাঁচাস
দিকে দিকে গড়ে তোল
দাবি আদায়ের আন্দোলন
বুকের মধ্যে আজ
শপথের শতেক ফলন
সেই ফলনের শস্যে
আমরা উঠব ফের বেঁচে
যত চাই বুক চিরে
রক্ত দেবো সংগ্রামী সেচে
যুদ্ধক্ষেত্রে আশরীর
শত ক্ষত হবে পল্লবিত
কী চাস কী চাস তাই
আজ সোচ্চারে বলবি তো?
আমরা মানি না রোদ
ঝড় জল গ্রীষ্ম বর্ষা শীত
আমাদের রোখে জেদে
নড়ে যাবে শাসকের ভিত
ছিনিয়ে আনব ঠিক
মানুষের কাঙ্ক্ষিত জিৎ।