জেলা

দক্ষিণ ২৪পরগনার খবর


রেলের সিদ্ধান্তে নিত্যযাত্রীদের বাড়লো দুশ্চিন্তা

সুরজিৎ মাল : চিন্তন নিউজ: ৪ঠা নভেম্বর:- করোনা অতি মারিকে রুখতে রেলদপ্তর দীর্ঘদিন যাবৎ লোকাল ট্রেন ও দূরপাল্লার এক্সপ্রেস বন্ধ রাখে। আনলক পর্ব শুরু হওয়ার পর দেশের কয়েকটি রাজ্যে লোকাল ট্রেন নিত্যযাত্রীদের জন্য চালু হয়। ইতিমধ্যে লকডাউন পর্ব থেকেই রেল কর্মচারীদের জন্য ট্রেন চালু আছে। কিন্তু ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গের জন্য । আনলক পর্বে বাস-অটো অন্যান্য রহন চালু হলেও লোকাল ট্রেন চালু হয়নি। নিত্যযাত্রীরা বিক্ষোভ ও দপ্তরের কয়েক দফা চিঠির পরিপেক্ষিতে রাজ্য প্রশাসন রেল প্রশাসনের সঙ্গে ট্রেন চালু নিয়ে বৈঠকে বসে। এতে উভয় পক্ষই মতবিনিময় করেন যে পূর্ববর্তী ৬০০ লোকাল ট্রেনের মধ্যে তার অন্তত ১৫ থেকে ২৫ শতাংশ লোকাল ট্রেন চালু করা হবে আগামী ৫ নভেম্বর থেকে l এবং যাত্রী সংখ্যা সীমিত পরিমাণে প্রায় অর্ধেক নিয়ে ট্রেন চালু হবে l

একদিকে অর্থনৈতিক মন্দা তার ওপর ভগ্ন পরিবহন ব্যবস্থার জন্য যাত্রীরা কয়েক গুণ বেশি টাকা দিয়ে হরতালে যাতায়াত করছেন l এতে নিত্যযাত্রীদের বেতনের প্রায় ৬০% অংশ পরিবহন খরচ হচ্ছিল l ফলে মানুষের ক্ষোভ রেল দপ্তরের বিরুদ্ধে বাড় ছিল l রাজ্যের কয়েকটি স্টেশনে যাত্রীরা ও বামপন্থী দলগুলো রেল চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন l যার ফলে প্রকার বাধ্য হয়েই প্রশাসন রেল দপ্তর আলোচনায় বসে। কিন্তু রেল দপ্তরে সিদ্ধান্ত নিত্যযাত্রীদের রক্তচাপ বাড়ায় যে যাত্রী সংখ্যা সমান হলেও ট্রেন সংখ্যা প্রায় এক চতুর্থাংশে এসেছে। এতে কোন কোন যাত্রীরা অগ্রাধিকার পাবে তা কেউ নিশ্চিত নয়। অন্যদিকে যেখানে একটি ট্রেন প্রায় ১০০০ – ১৫০০ যাত্রী বহন করত সেখানে স্বাস্থ্যবিধির কারণে সংখ্যাটা প্রায় ৬০০ নামিয়ে আনা হয়েছে। বলা হচ্ছে ট্রেন প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে না । এতে যাত্রীরা তারা স্টেশনে নামার নিশ্চয়তা পাবেন না l ফলে সাধারণ মানুষের কাছে ট্রেন যাত্রা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে । কোন কোন মহল থেকে আবার এই সিদ্ধান্ত গুলোকে বেসরকারিকরণের অভিসন্ধি প্রচেষ্টা বলে মনে করছেন l

অন্যদিকে গতকাল অর্থাৎ তেসরা নভেম্বর জেলার বিভিন্ন জায়গায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর চল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় l

নরেন্দ্রপুর স্টেশন চত্বর থেকে ডালিয়া চ্যাটার্জি জানাচ্ছেন ডিওয়াইএফ‌আই র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, নরেন্দ্রপুরে এক কর্মসূচির আয়োজন করা হয় l উপস্থিত সকলে সংগঠনের উত্তোলন দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস স্মরণ করেন l

বারুইপুর পশ্চিম থেকে শাক্যজিৎ ঘোষ জানাচ্ছেন বারুইপুরে বিভিন্ন অঞ্চলে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর ৪০ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় l

সাগর থেকে অশোক কুমার দাস জানাচ্ছেন ডিওয়াইএফ‌আই র ৪০তম প্রতিষ্ঠা দিবসে গঙ্গাসাগর শাখা অন্তর্গত রুদ্রনগর ইউনিটের পতাকা উত্তোলন ও সভ্য সংগ্রহ অভিযান সংঘটিত করা হয় l


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।