রাজ্য

ট্রেন দুর্ঘটনা, শ্রীরামপুর স্টেশনে


পাপিয়া সিনহা, চিন্তন নিউজ, ৬ এপ্রিল: হুগলি জেলার শ্রীরামপুরে আজ দুপুর ৩:৪০ নাগাদ লোকো ইঞ্জিনের সাথে আপ শেওড়াফুলি লোকালের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় লোকো ইঞ্জিনের চালক ও লোকাল ট্রেনের যাত্রীসহ মোট ২২ জন গুরুতর আহত হন।
শ্রীরামপুর স্টেশনে লাইন সারাইয়ের কাজ চলছিল ২ নম্বর প্লাটফর্ম লাইনে। সেইসময় ঐ লাইনেই ৩৭০৫৭ আপ শেওড়াফুলি লোকাল ঢুকে পড়ায় এই দুর্ঘটনা। জানা যায় সিগন্যাল সবুজ দেখেই লোকাল ট্রেনটি সোজা ওই লাইনে ঢুকে পড়ে। কেন এরকম ঘটলো? যে লাইন সারানো হচ্ছে সেই লাইনে যাত্রীবাহী ট্রেন ঢোকে কি করে? এ ব্যাপারে রেলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। স্টেশন জুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ইন্সপেকশন কার বা লোকো ইঞ্জিনটি লোকাল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। রেলের তরফে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও রেলপুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করা হয়। এর ফলে হাওড়া – ব্যান্ডেল লাইনে দু ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আবার সন্ধ্যা ৬ টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।