রাজ্য

আয়কর হানা, বাড়ি থেকে ধৃত নেতার ছেলে


কাকলি শা, চিন্তন নিউজ, ৫ এপ্রিল: বুধবার ৩রা এপ্রিল চুঁচুড়া – মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ দাসের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি। রাত দশটা পর্যন্ত এই তল্লাশিতে বিকেলের দিকে যোগ দেন চন্দননগরের কমিশনারেটের পুলিশ। গোপনসূত্রে খবর, রাতে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হন দিলীপের ছেলে জয়প্রকাশ দাস । তাঁর কাছে দুটো ৯এম এম পিস্তল ছিল।
২০১৮ নির্বাচনের পরে পঞ্চায়েত সমিতির সভাপতি হন দিলীপ। প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত এই শিক্ষক চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ। স্ত্রী কৃষ্ণা দাস কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে সেই পঞ্চায়েতের সদস্যা। দলের একাংশই দিলীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে  নানা অনিয়মের অভিযোগ তুলে সরব হন। বিধায়ক অসিত মজুমদার এই ঘটনায় বলেন, “এটা কেন্দ্রীয় সরকার এবং বিজেপির চক্রান্ত “। বিজেপি নেতা স্বপন পাল বলেন, “তৃণমূল নেতারা দুর্নীতিগ্রস্ত। সত্য সামনে এলে আরো অনেকের নাম জানা যাবে”।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।