জেলা বিজ্ঞান ও প্রযুক্তি

পরিবেশ রক্ষায় পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ


কল্লোল ঘোষ:চিন্তন নিউজ:২০শে জুলাই:- রাণিগঞ্জের মাননীয় বিধায়ক শ্রী রুণু দত্ত মহাশয় বিজ্ঞান মঞ্চের নেতৃত্বের হাতে অরণ‍্য সপ্তাহ উপলক্ষ‍্যে বিভিন্ন ধরণের ফলের গাছ সহ প্রায় একহাজার গাছ দিলেন বৃক্ষরোপণ কর্মসূচী সফল করার জন‍্য। গাছগুলি বনদপ্তর থেকে পাওয়া গেছে। বিজ্ঞান মঞ্চ মাননীয় বিধায়কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিজ্ঞানমঞ্চ “আমফানে” ক্ষতিগ্রস্ত বাংলার প্রকৃতি কে মেরামত করার লক্ষ‍্যে সারা রাজ‍্যে কুড়ি লক্ষ গাছ রোপণ করা ও তাকে রক্ষা করার অঙ্গীকার করেছে। আমাদের জেলাতেও জুলাই ও আগষ্ট মাস জুড়ে দশ হাজার গাছ লাগানো ও রক্ষা করার উদ‍্যোগ ইতি মধ‍্যেই গত ১৪ই জুলাই থেকে শুরু হয়ে গেছে।

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব জানাচ্ছেন যে, বিজ্ঞান কর্মীরা সকলে মিলে রাজ‍্য,দেশ তথা পৃথিবীকে ‘জীবন’ এর বাস-উপযোগী করে তুলতে এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে, ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে সার্বিক উদ্যোগ গ্রহণ করবেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।