রাজ্য

দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না মুর্শিদাবাদের টোল প্লাজার কর্মীরা।


তুলসী কুমার সিংহ:চিন্তন নিউজ:৩১শে জুলাই: গত কয়েক মাস থেকে বেতন না পাওয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের টোলপ্লাজার কর্মীরাও কর্মবিরতিতে সামিল হয়ে অবস্থান বিক্ষোভে বসলেন।২৯শে জুলাই ,সোমবার সুতি থানার চাঁঁদেরমোড়ে ঐ টোলপ্লাজার কর্মীরা দুটি লেন যান চলাচলের জন্য খোলা রেখে বাকি লেন বন্ধ করে আন্দোলনে সামিল হয়।
মুর্শিদাবাদের শিবপুর ও সুতির দুটি টোলপ্লাজায় প্রায় ছয়শো কর্মী নিযুক্ত আছে।
মাসের পর মাস বেতন না পেয়ে আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন ওই কর্মীরা।অবস্থান বিক্ষোভ শুরু হলে বেলা ১২টার সময় টোলপ্লাজার কতৃপক্ষ আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে।আন্দোলনকারীদের দাবি মেনে আগামী ৩’রা সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন পাওয়ার আশ্বাস দেওয়ায় কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নেন।
এখন অপেক্ষা টোলপ্লাজার কর্মীদের দাবী কতটা পূরণ হয়। বারোমাস টোলপ্লাজায় কালেকশন ঠিক হ‌ওয়া সত্ত্বেও কেন কর্মীরা তাদের পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন এটা বড়ো প্রশ্ন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।