কলমের খোঁচা জেলা

মুর্শিদাবাদ জেলার গণ আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব সুনীতি কুমার বিশ্বাস মহাশয় স্মৃতিতে রয়ে গেলেন।


মিতা দত্ত: চিন্তন নিউজ:৮ই মে:– মুর্শিদাবাদ জেলার কৃষক আন্দোলনের অগ্রজ সৈনিক, হেলথ হোম, জনবিজ্ঞান আন্দোলনের অক্লান্ত যোদ্ধা, শিক্ষা ও শিক্ষক আন্দোলনের অন্যতম পুরোহিত, সর্বোপরি গণ আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব সুনীতি কুমার বিশ্বাস মহাশয় আজ থেকে স্মৃতিতে রয়ে গেলেন। প্রবীণ কিন্তু তারুণ্যে ভরা, বলিষ্ঠ এই মানুষটির এইভাবে যাওয়ার কথা ছিলো না। কিন্তু পৃথিবী আজ অসুখে আক্রান্ত। সেই অসুখ তাঁকেও গ্রাস করল। মুর্শিদাবাদের বাম গণআন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিরা স্বজনহারা হলেন।

তিনি বহরমপুরের জিটিআই স্কলের শিক্ষক ছিলেন । কিন্তু শিক্ষকতাকে পেশা নয় ব্রত হিসেবে গ্রহন করেছিলেন । তাই তো শুধু স্কুলের গন্ডির মধ্যে তাঁর শিক্ষকতা সীমাবদ্ধ ছিলো না , তিনি সমাজের শিক্ষক হয়ে উঠেছিলেন ।চুরানব্বই বছর বয়সে প্রত্যেকটি গণআন্দোলনে তাঁর সমুজ্জ্বল উপস্থিতি।উত্তাল আন্দোলনের সময় জেল খেটেছেন । বেরিয়ে এসে আবার গণআন্দোলনে মিশে গেছেন যা এই প্রজন্মের কাছে শিক্ষাণীয় ।পার্টিকে ভালোবেসে তিনি অর্থ দিয়েছেন ।বয়স হয়ে যাওয়ায় বেশীরভাগ সময়ে বই পড়া ও লেখালেখি করতেন যে লেখাগুলি বর্তমানে চলার রসদ । তাই আগামীর মধ্যে তিনি বীজ বপন করে গেলেন। লাল সেলাম কমরেড।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।