জেলা

নিঃস্বার্থ দানই হল জীবনযাপনের শিল্প।


নিজস্ব সংবাদদাতা:-চিন্তন নিউজ:-১২ই জুলাই,২০২২:– চারুবালা আচার্য মেমোরিয়াল ফাউন্ডেশন আজ থেকে বন্যা কবলিত আসামের ৩০টি স্থানে তাদের কমিউনিটি রান্নাঘর শুরু করেছে।

আজ থেকে, আগামী ৩০ দিন, দিনে দু’বার বন্যায় ক্ষতিগ্রস্তদের রান্না করা খাবার পরিবেশন করা হবে।

একটি বিশেষ ড্রাইভ চলছে খাদ্যশস্য সংগ্রহের জন্য এবং বেশ কয়েকটি জায়গায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে ১০,০০০ এরও বেশি লোককে আশ্রয় দিচ্ছে ‘চারুবালা আচার্য মেমোরিয়াল ফাউন্ডেশন’।আসামের বন্যা-দুর্গত মানুষের ত্রাণ ও উদ্ধারের কোনো খামতি রাখে নি।

চারুবালা আচার্য মেমোরিয়াল ফাউন্ডেশনের কর্ণধার অর্ণব আচার্য জানান,” জোনোতা খড়িকাপচা (৪৪) নামে এক বন্যা দুর্গত আমাকে বলেছিলেন যে এটি তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ বন্যা। মাটি থেকে ১৪ ফুট উপরে জল উঠে গেছে। তার ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি তাকে আশ্বস্ত করেছি যে আমরা আসামের শিলচরে তার বাড়ি পুনর্নির্মাণ করব।”

অর্ণব আচার্য এ রাজ্যের তথা দেশের জনগণের কাছে আবেদন রাখেন, “আপনার /আপনাদের সাহায্য ছাড়া এই কর্মযজ্ঞ সম্পন্ন হ’তে পারত না এবং আমাদের এখনও আপনাদের ভালবাসা এবং সহযোগিতা প্রয়োজন কারণ এই মুখগুলিতে হাসি আনতে পারার আগে আমাদের অনেকটা পথ যেতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।