কলমের খোঁচা

সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শ্রদ্ধায় স্মরণ


  

নিজস্ব প্রতিবেন: সূপর্ণা রায়:চিন্তন নিউজ:৬ই ফেব্রুয়ারি:– ” মেরী আওয়াজ হি মেরী পহেচান হ্যায়”—– আর নেই সুর সম্রাজ্ঞী ,সুরের রানী কোকিল কন্ঠী লতা মঙ্গেশকর—– ভারত তথা গোটা বিশ্বের এক চরমতম ক্ষতি হয়ে গেল । ১৯২৯ সালে ২৪শে সেপ্টেম্বর ইন্দোরে তাঁর জন্ম । পিতা দীননাথ মঙ্গেশকর ও মাতা শিবন্তী মঙ্গেশকরের প্রথম সন্তান সুরের সম্রাজ্ঞী। খুব ছোট বয়স থেকেই তিনি গানের জগৎ এ আসেন । তিনি প্রায় দশহাজারের ও বেশী ভারতীয় ছবিতে কন্ঠ দান করেছেন ,এছাড়া ছত্রিশটি আঞ্চলিক ভাষা তে এবং বিদেশী ভাষাতে গান গাওয়ার রেকর্ড টি একমাত্র তাঁর । ১৯৮৯ সালে ভারত সরকার। তাঁকে দাদাসাহেব ফালকে পুরষ্কার এ ভূষিত করে। তিনি ভারত রত্ন পুরষ্কার পান ২০০১ সালে,পদ্মবিভূষন পান ১৯৯৯ সালে ।তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, ১৫ টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরষ্কার,চার টি শ্রেষ্ঠ নারীর নেপথ্য কন্ঠশিল্পী বিভাগে ফ্লিম ফেয়ার পুরষ্কার ,দুটি বিশেষ ফ্লিম ফেয়ার পুরষ্কার ,ফ্লিম ফেয়ার আজীবন সন্মাননা পুরষ্কার সহ অসংখ্য পুরষ্কার এ ভূষিত হন।

বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন আর গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে । গতকাল ছিল সুরের দেবীর আরাধনা আর আজ বিসর্জন —- আর আজ ই সুরসম্রাজ্ঞীর জীবনাবসান ঘটে । বাংলা – ভারতীয় তথা বিশ্ব হারালো তাঁকে। এক অপূরনীয় ক্ষতি হয়ে গেল—সংগীত জগৎ আজ মাতৃহারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।