জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৯ শে মার্চ – জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থীদের প্রচার, মিছিল, পথসভা চলছে প্রতিদিন। মঙ্গলকোট কেন্দ্রের মোর্চা সমর্থিত সি পি আই এম প্রার্থী শাহজাহান চৌধুরীকে নিয়ে নিগন অঞ্চলের গোগ্রাম, বেল গ্রামে সকাল আটটা থেকে প্রচার শুরু হয়।

মন্তেশ্বর বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অনুপম ঘোষকে নিয়ে মন্ডলগ্রাম, গয়েশপুর, চকচকে, ভগবানপুরে প্রচার শুরু হয়।

সি পি আই এম প্রার্থী পৃথা তা’কে প্রচার কার্যে সকলের সাথে দেখে আবেগে আপ্লুত সাধারণ মানুষ। সাধারণ মানুষের জনজোয়ারে দোলের দিনে বিকেলে বর্ধমান শহর ১ এরিয়ার অন্তর্গত ১০ ও ১১ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী পৃথা তা।

মেমারি বিধানসভা কেন্দ্রের মোর্চা সমর্থিত বামফ্রন্ট প্রার্থী সনৎ ব্যানার্জির সমর্থনে মহেশডাঙ্গাতে পদযাত্রা হয়। বহু মানুষের আন্তরিকতা মুগ্ধ হবার মতন।

ভাতার বিধানসভায় সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সি পি আই এম প্রার্থী নজরুল হক কে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার ডাক দিয়ে পলসোনা, বিজিপুর, কুবাজপুর, এরাচিয়া গ্ৰামে প্রচার কার্য হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।