জেলা

প্রয়াস’ এর কমিউনিটি কিচেন,


‘বিপ্লব সেন:চিন্তন নিউজ:৯ই মে:–রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘প্রয়াস’ এর পক্ষ থেকে কমিউনিটি কিচেন তৈরী করে ফিজিক্যাল ডিসটেন্স মেনে রায়গঞ্জ ব্লকের ১২ নং বরুয়া অঞ্চলের অন্তর্গত ঢেলপীড় গ্রামে ৭৫ জন দুঃস্থ ও অসহায় শিশুর মুখে খাবার তুলে দেওয়া হল।

রায়গঞ্জ ডিওয়াইএফ‌আই এর উদ্যোগে, গত ২৫ শে এপ্রিল সদূর গোরোখপুর থেকে ৫ জন শিশু সহ ৩১ জন পরিযায়ী শ্রমিক মালদা জেলায় নিজ বাসভবনে ফেরার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হন। আজ তারা রায়গঞ্জ শিলিগুড়ি মোড় এসে পৌঁছায় এবং ক্লান্ত হয়ে রাস্তার ফুটপাথে বসে পড়ে। খবর পেয়ে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফ‌আই এর কর্মীরা সেখানে পৌঁছে যায় এবং ডিওয়াইএফ‌আই উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে তাদের হাতে কিছু শুকনো খাবার

পাউরুটি,বিস্কুট,কলা,চিড়ে, গুড় এবং পানীয় জল ও দুধের প্যাকেট তুলে দেওয়া হয়। শেষে পুলিশ প্রশাসনের মানবিক প্রয়াস ও সহযোগিতায় তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য মালদাগামী একটি ট্রাকে তুলে দেওয়া হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।