রাজ্য

কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে লাইফ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড শ্রমিকদের অধিকার হরণের পথে এগিয়ে যাচ্ছে


চিন্তন নিউজ—-মনোরঞ্জন মাখাল–৮ ই সেপ্টেম্বর,২০২০:-
কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে করোনাকে হাতিয়ার করে উলুবেড়িয়া শিল্প বিকাশ ক্ষেত্রে অবস্থিত লাইফ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড শ্রমিকদের অধিকার হরণের পথে এগিয়ে গেল। ২৩ শে মার্চ লকডাউন ঘোষণার পর সরকারি নিয়মনীতিকে বুড়োআঙুল দেখিয়ে মালিকপক্ষ ৫ মে পুনরায় কোম্পানি চালু করলে শ্রমিকরা কাজ হারানোর ভয়ে শত অসুবিধা সত্ত্বেও কাজে যোগদান করেন। ক্যাজুয়াল লিভ, আর্ণড লিভ, মেডিক্যাল লিভ, ইনসেনটিভ অনুদান শ্রমিকদের দীর্ঘদিনের ন্যায্য অধিকার! লকডাউনে কাজ বন্ধর সময়ে অর্থাৎ ২৩ মার্চ থেকে ৪ মে বেতন হিসেবে বেসিক এবং ডিএ র ওপর যা দেয় তার পরে জানায় যে লিভ যা বকেয়া পাওনা ছিল তা থেকে কেটে নেওয়া হল এবং ২৬ জুন নোটিশ জারি হল করোনা পরিস্থিতিতে ২০২০, ২০২১ উক্ত সুবিধাগুলো দেওয়া যাবে না।

শ্রমিকদের মধ্যে ন্যায়সঙ্গত ক্ষোভের সঞ্চার হয়। তাঁরা মৌখিক প্রতিবাদ করলেও মালিক কর্ণপাত করেননি। শ্রমিকদের ক্ষোভ বুঝতে পেরে মালিক কৌশল করে ১০ আগস্ট বিনা নোটিশে ১৫ জন ঠিকা শ্রমিককে ছাঁটাই করে। ঠিকা শ্রমিকদের কাজ ছিল ফ্লোর পরিষ্কার করা, কোম্পানি শ্রমিকদের উৎপাদনে সহায়তা করা। ঠিকা শ্রমিক ছাড়া উৎপাদন চালু রাখা সম্ভব নয়। উৎপাদন ব্যাহত হলে ম্যানেজমেন্টের কথায় উলুবেড়িয়া থানার পুলিশ আসে শ্রমিকদের অভিযোগ শুনে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কাজ করিয়ে নেন। চারবার পুলিশ আসে কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন জানায় মালিক তাদের কথা মানছেন না। ততদিনে ওনাদের প্রয়োজনমত ওষুধ তৈরী হয়ে গেছে। ২৪ আগস্ট ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনঃবহাল করে। তাঁদের মজুরি বা লে-অফ বা অন‍্য সমস্যাগুলো সমাধান না হওয়ায় ক্ষোভে সকল শ্রমিকরা উৎপাদন বন্ধ করে। ২৮ আগস্ট পুলিশের সহায়তায় উৎপাদিত সব ওষুধ বের করে নিয়ে যায় এবং পুলিশ পুনরায় সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। ২৯ আগস্ট উলুবেড়িয়া শ্রম আধিকারিককে শ্রমিকদের সাক্ষরিত আবেদন জানানো হয় সমাধানের জন্য। উনি ১সেপ্টেম্বর ওনার বদলি হওয়ার কথা জানিয়ে পরবর্তী অফিসার বিষয়টি দেখবেন বলেন। ৩১ আগস্ট বেআইনি ভাবে সাসপেনশন অফ নোটিশ জারি করে ৩৭ জন শ্রমিকের কাজ কেড়ে নেয়। শ্রমদপ্তর দু’বার সভা ডাকলে শ্রমিক প্রতিনিধিরা একবার যান কিন্তু মালিকপক্ষ একবারও যাননি। শ্রমিকরা অভুক্ত অবস্থায় লালঝান্ডাকে সাথী করে কারখানার গেটে অবস্থান করছেন। সঙ্গে আছে সিআইটিইউ উলুবেড়িয়া ১ সমন্বয় কমিটির নেতৃত্ব ও কর্মীবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।