জেলা

কলকাতার টুকরো খবর


চিন্তন নিউজ:৪ঠা ফেব্রুয়ারি:কাকলি চ্যাটার্জি— সংঘবদ্ধ হ’ল হকার মুভমেন্ট—-হকার সংগঠনগুলির যৌথ মঞ্চের উদ্যোগে লক্ষাধিক হকারের সই সম্বলিত দাবিপত্র নিয়ে ডেপুটেশন দেওয়া হল রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে। যে কোনো লালঝান্ডার মিছিলকেই ভয় পায় নির্লজ্জ প্রশাসন। অহিংস মিছিলেও পুলিশের ব্যারিকেড! দাবিগুলি নিম্নরূপ—
(১) হকারদের ভেন্ডিং লাইসেন্স প্রদান
(২) প্রতিশ্রুতিমত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ২০০০ টাকা অনুদান ও ১০০০০ টাকা ব্যাঙ্ক ঋণ দিতে হবে।

এসএফআই ও ডিওয়াইএফ(আই) সিঁথি-পাইকপাড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযান সফল করার লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হল কাঠগোলা মাঠে। প্রধান বক্তা ছিলেন তাপস সিনহা। এছাড়া যুব নেতা চন্দন বসু ও অন্যান্যরা বক্তব্য রাখেন।

দেবী দাস জানান সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বেহালা পশ্চিম (১) আঞ্চলিক কমিটির ১৩১, ১৩২ নং ওয়ার্ডে রাজ্যের বাম-কংগ্রেস মহিলা সমিতিগুলির ডাকে ৯ ফেব্রুয়ারি দিল্লিতে অবস্থানরত কৃষক আন্দোলনের সমর্থনে আইন অমান্য ও ধর্নার সমর্থনে পোস্টার লাগানো হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।