বিদেশ রাজ্য

তেহরানে.শক্তিশালী ভূমিকম্প,লাগাতার আফটার শক..আতঙ্কে মানুষ রাস্তায় ….


মীরা দাস:চিন্তন নিউজ:১০ইমে:– ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ দশমিক ১ মাত্রা বলে জানা যাচ্ছে ।এখন পর্যন্ত একজনের মৃত্যু ও সাতজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে, সে দেশের একাধিক সংবাদ পত্রের মাধ্যমে ।

এই শক্তিশালী ভূকম্প ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে আঘাত হানে ভোরের দিকে । জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে দেশের রাজধানীর উত্তর পূর্বে দামাভান্দে নামক স্থানে ছিল কম্পনের কেন্দ্রস্থল ।উৎপত্তি স্থল,ছিল ভূগর্ভ থেকে প্রায় ১০কিলোমিটার গভীরে, বেশ কয়েকবার আফটার শক ও অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে,স্থানীয় আবহাওয়া দপ্তর
দেশের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র কিয়াংশু জাহানপুর সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানিয়েছেন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু ও সাতজন আহত হয়েছেন । গোটা বিশ্বের মত ইরানে ও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন ,পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, একের পর এক কম্পনের জেরে নয়া আতঙ্ক সৃষ্টি হয়েছে ইরানে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।