দেশ বিদেশ

ত্রিপুরায় গ্রেফতার পাঁচ বাংলাদেশি মহিলা


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২২ এপ্রিল: লোকসভা নির্বাচনের মুখেই শনিবার উত্তর ত্রিপুরায় গ্রেফতার পাঁচ বাংলাদেশি মহিলা।
পুলিশ সূত্রে খবর ঐ মহিলারা বাংলাদেশের কক্সবাজার অঞ্চলের মানুষ, তাদের গন্তব্য ছিল অসম। কিন্তু ত্রিপুরাতেই ধরা পড়ে যায়।
এই বিষয়ে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেছেন শনিবার তাঁরা পাঁচ বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেন। এদের গন্তব্য ছিল অসমের করিমগঞ্জ এলাকায়। ধৃতদের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রধান ইস্যু হচ্ছে নাগরিক পঞ্জি (NRC)। গতবছর অসমে নাগরিক পঞ্জি তালিকা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে সাড়া পড়েছে। নাগরিক পঞ্জি ইস্যু আবারও সামনে এসে গেল। এছাড়াও রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে বাংলাদেশের কক্সবাজার এলাকায় প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এই বিষয়টি ও খতিয়ে দেখা হচ্ছে যে ধৃত বাংলাদেশি মহিলারা রোহিঙ্গা কি না?


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।