রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

ইতিহাস চর্চা রামকৃষ্ণ মিশনে


চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ২১ ফেব্রুয়ারি: গতকাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে (রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, অটোনমাস) একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল রাজ‍্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন‍্য। গ্রীসের ইতিহাসের দেবী ক্লিয়ো। তাঁর নামেই বিগত চার বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে এই কলেজের ইতিহাস বিভাগ। ছাত্রছাত্রীদের ইতিহাস চর্চা ও অনুশীলনের  মঞ্চ রূপেই এই উৎসবের আয়োজন করা হয়।

এই বছর এই সেমিনারের বিষয় ছিল ‘সামাজিক অনু আন্দোলন’। এই মূল বিষয়ের মধ‍্যে ছিল পরিবেশ, যৌনকর্মীদের আন্দোলন, এলজিবিটি কিউ আন্দোলন সহ বিভিন্ন বিষয়।মূল বক্তাদের মধ‍্যে ছিলেন শোভনলাল দাসগুপ্ত, ডঃ সুদেষ্ণা বন্দ‍্যোপাধ‍্যায় সহ বিশিষ্ট ইতিহাসবিদ্গন। ছাত্রছাত্রীরা নিজেদের লেখা পেপার এখানে পাঠ করার সুযোগ পায় ও সেরা পেপার গুলি পুরষ্কৃত করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।