মাধবী ঘোষ: চিন্তন নিউজ:১৩ই নভেম্বর:-আগাম সর্তকতা, প্রতিরোধ, ব্যবস্থা না নিতে পারলে কি হয়, তার ফল কি হতে পারে__এটাই আবার এবছর যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দেগঙ্গা।
২০১৭ সালে ডেঙ্গি কার্যত মহামারী আকার নেয় উত্তর 24 পরগনায়। দেগঙ্গায় জ্বর এবং ডেঙ্গিতে আক্রান্ত হন কয়েক হাজার মানুষ। মৃত্যু হয় ১৯৬ জন।যার প্রেক্ষিতে জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ২০১৮ সালে ডেঙ্গি রুখতে একটু নড়ে চড়ে বসেছিল ।
অভিযোগ, ২০১৯ সালে ফের সেই ঢিলেমি, দোষারোপ, পাল্টা দোষারোপের পরিস্থিতি তৈরি হয়েছে।ডেঙ্গু প্রতিদিন মহামারী আকার নিচ্ছে । প্রশাসন নির্বিকার।সাধারণ মানুষ অসহায়, দিশাহীন ।