কিংশুক ভট্টাচার্য:চিন্তন নিউজ:২২শে এপ্রিল:–আজ ভারতের কমিউনিষ্ট পার্টি(মাঃ) বাঁকুড়া শহর পূর্ব কমিটির উদ্যোগে মার্কসবাদের অন্যতম রূপকার কমরেড লেনিনের ১৫০তম জন্মদিন পালন করা হয়। লকডাউনের বিধি মাথায় রেখে এরিয়া দপ্তরে বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব মূলক উপস্থিতির মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। সভা পরিচালনের দায়িত্ব পালন করেন কিংশুক ভট্টাচারিয়া। সভায় আজকের দিনে লেনিনের জন্মদিবস পালনের গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করেন পার্টি বাঁকুড়া জেলা কমিটি তথা রাজ্য কমিটি র সদস্য অভয় মুখার্জি। এরিয়া কমিটির সম্পাদক তথা বাঁকুড়া জেলা কমিটির সদস্য প্রভাত কুসুম রায় এতো সংক্ষিপ্ত আকারে এই কর্মসূচি পালনের কারন ব্যাখ্যা করেন।
Related Articles
কার্ড পাঞ্চ করলেই কাউন্টারের নীচে দিয়ে বেরিয়ে আসছে খাদ্যের প্যাকেট।
কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:২৫শে এপ্রিল:-বিনামূল্যে সকলকে রেশন দেওয়া হবে ঘোষণা হলেও প্রায় কোথাও মিলছে না প্রাপ্য রেশন। চুরি হয়ে যাওয়া বস্তা বস্তা চাল শোভা বর্ধন করছে তৃণমূলের নেতা নেত্রীদের বিলাসবহুল প্রাসাদের বৈঠকখানায় অথবা পার্টি অফিসে। সেই চালই কিছুটা প্যাকেটজাত হয়ে দলীয় পতাকায় আচ্ছাদিত হয়ে সমর্থকদের বিতরণ করা হচ্ছে আর বাকি চাল চোরাপথে খোলাবাজারে বেশি দামে বিক্রি […]
পূর্ব বর্ধমান জেলার খবর
চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :৩০ শে সেপ্টেম্বর – সি পি আই(এম) কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে ১৩দফা দাবীতে কালনা পৌরসভায় ডেপুটেশন।বক্তব্য রাখেন কেশব ঘোষ, অলোক রায়, অরুনাভ চক্রবর্ত্তী, গৌরাঙ্গ গোস্বামী। সভাপতিত্ব করেন স্বপন ব্যানার্জি। মেমারী-২ এরিয়া কমিটির কুচুট শাখার অন্তর্গত সিদ্ধেশ্বর মুখার্জী ৮৬ বছর বয়সে আজ বিকাল ৩ টায় শ্বেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৫৭ সালের নির্বাচনে […]
বোনাস পেলেও পরিমাণ নিয়ে খুশি নয় তোতা পাড়া চাবাগানের চা শ্রমিকরা
সঞ্জিত দে,ধূপগুড়ি:চিন্তন নিউজ: ২৩ সেপ্টেম্বর: শারদোৎসববের প্রাক্কালে হাতে বোনাস পেলেও খুশি নয় চাবাগানের শ্রমিকরা। ডুয়ার্সের বানারহাট থানার তোতা পাড়া চাবাগানে। এদিন বোনাস প্রদান করা হয়।যে পরিমাণ বোনাস প্রদান করা হয় তা অনান্য চাবাগানের তুলনায় প্রায় ৮ শতাংশ কম বোনাস দেওয়া হয়। আর তাতেই মন ভার চা শ্রমিকদের। বৃহস্পতিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত তোতাপাড়া চা বাগানে […]