রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৪ই মে:- বীরভূম জেলা সিআইটিইউ- র ডাকে সিউড়ি, রামপুরহাট ও বোলপুর মহকুমার প্রতিটি ব্লক ও সাব ডিভিশনাল অফিসারের অফিস ও সর্বোপরি জেলা শাসকের অফিসেও নির্দিষ্ট সোশ্যাল দুরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচী পালন করা হলোএবং অবস্থান শেষে ডেপুটেশন দেওয়া হলো ৬ দফা দাবীর ভিত্তিতে। দাবীগুলি হলো:-
- রাজ্যেে পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ফিরিয়ে আনার উদ্যোগ রাজ্য সরকার কে নিতে হবে।
- রেলের ভাড়া রাজ্য ও কেন্দ্র সরকার কে বহন করতে হবে।
- লকডাউন পর্বে শ্রমিকদের মজুরি দিতে হবে।
- ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মাসে ৩৫ কেজি খাদ্য শস্য দিতে হবে।
- আগামী তিন মাস,মাসে মাসে ৭৫০০ টাকা অর্থ সাহায্য করতে হবে।
- রাজ্য সরকারের ঘোষিত স্নেহের পরশ প্রকল্পের টাকা সমস্ত পরিযায়ী শ্রমিকদের দিতে হবে।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প শুধু ঘোষনায় সার কাজের কাজ কিছু হচ্ছে না। কর্মসূচী তে উপস্থিত ছিলেন সিআইটিইউ বীরভূম জেলা সম্পাদক কম দীপঙ্কর চক্রবর্তী, কম বলরাম চ্যাটার্জী, কমঃ মহঃ কামালউদ্দিন প্রমুখ।
এছাড়াও আজ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়ন ও নির্মাণ কর্মী ইউনিয়ন (সিআইটিইউ) বক্রেশ্বর তাপবিদ্যুৎ বিভাগীয় কমিটির উদ্যোগে একই দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা করা হয়।