জেলা রাজ্য

আমফান বিধ্বস্ত পড়শী জেলার মানুষের পাশে এবিপিটিএ কলকাতা জেলা


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:২২শে জুন:- বাড়ির কাছে আরশিনগর পড়শী বসত করে। কলকাতায় আমফান প্রভাব বিস্তার করলেও পাশের জেলা দক্ষিণ ২৪ পরগনার ক্ষতির পরিমাণ অনেক বেশি। ধারাবাহিক ভাবে ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপ বা অমাবস্যা পূর্ণিমার ভরা কোটালে নদী-সমুদ্রের সর্বগ্ৰাসী মূর্তির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন উপকূলবর্তী অঞ্চলের অসমসাহসী লড়াকু মানুষজন।

দেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কলকাতা জেলার উদ্যোগে দক্ষিণ২৪ পরগনার পাথরপ্রতিমায় পৌঁছে গেলেন সমিতির শিক্ষক শিক্ষিকারা। আমফান বিধ্বস্ত জি প্লটে ২০০ টি পরিবারের প্রয়োজনীয় রসদ নিয়ে ঐ লড়াকু মানুষগুলোর পাশে থাকার আন্তরিক প্রয়াস সমিতির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের কলকাতা জেলার সম্পাদিকা ও রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যা মীরা ঘোষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।