মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা –বহুল চর্চিত নাম। এখান থেকেই সিপিআইএম র বিধায়ক ছিলেন আনিসুর রহমান। কিন্তু দীর্ঘ আট বছরে এই এলাকা সম্পূর্ণ তৃণমূলের দখলে। সমীক হোসেন এই পুরসভার চেয়ারম্যান। পঞ্চায়েত ভোটের অবর্ণনীয় সন্ত্রাস পঞ্চায়েত ভোট হ’তেই দেয়নি। মানুষের মনে ক্ষোভ দানা বেঁধেছিল অনেকদিন ধরেই। সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকল মহকুমার ইসলামপুর থানা এলাকার লোছনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোপিনাথপুর গ্রামে তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে নির্বাচনী সভা করে সিপিআইএম। পঞ্চায়েত ভোটে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এর প্রতিবাদে সিপিআইএম এ যোগদান করলেন কয়েক হাজার কর্মী সমর্থক। পুলিশি সন্ত্রাসের কারণে সিপিআইএম থেকে চলে যাওয়া মানুষ ফিরে এলেন বাম আন্দোলনে। মানুষের ভরসা সিপিআইএম, বলছেন লোছনপুর অঞ্চলের মানুষ। লোছনপুর অঞ্চলের গোপিনাথপুর বাজারে গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতি সি পি আই (এম) পার্টির পতাকা খুলে নিয়েছে। তৃণমূলের এই অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। মানুষের সম্মুখসমরে যাওয়ার ক্ষমতা নেই। তাই মানুষ প্রতিবাদ জানাতে চাইছে ব্যালটে।
Related Articles
বিডিও শ্রেয়সী ঘোষ , করোনা’ যুদ্ধের অনন্য সেনানী
সঞ্জিত দে চিন্তন নিউজ:- ৫ এপ্রিলঃ- ঈশ্বর রুপি মানুষ গুলোকে চিনতে সাহায্য করেছে করোনা ভাইরাস। এই ভাইরাস সংক্রমণ প্রবল ঝুঁকিপূর্ণ। তারপরও কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা একদম সামনের সারিতে দাঁড়িয়ে মানব প্রাচীর তৈরি করে মানুষকে রক্ষা করার প্রয়াস করে যাচ্ছেন। এই রকম অনেক নজির ইতিমধ্যে দেখা গেছে। আজ এইরকম এক জনের কথা তুলে ধরা হচ্ছে, […]
নবান্নের কাছে বিক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রার্থীরা
সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ১১ জুন: লিখিত মৌখিক সব পরীক্ষা তে পাশ করেছেন, তালিকাতে নামও আছে এমন শ-খানেক চাকরীপ্রার্থী দিনের পর দিন নিয়োগপত্র না পেয়ে সোমবার নবান্নের পথে রওনা হয়েছিলেন। পথে কাজিপাড়াতে পুলিশ তাদের পথ আটকায়। তখন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা ওই কাজিপাড়াতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা জানালেন যে […]
কাউন্সিলরের দূর্নীতির বিরুদ্ধে অভিযোগসহ ভুতের ‘ লিফলেট সিউড়িতে—
রত্না দাস:চিন্তন নিউজ:১৩ই মার্চ:- বীরভূম সিউড়ি পুরসভার হাটজন বাজার এলাকায় গতকাল সকালে কিছু লিফলেট ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। লিফলেট গুলি সিউড়ির ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। কি লেখা রয়েছে ওই লিফলেটে? অভিযোগ সরকারি প্রকল্পের বাড়ি থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাত করেছেন। এছাড়াও জলের পাইপ , রাস্তা ঢালাই ,রাস্তার আলো […]
লোচনগ্রাম নয় লোছনপুর হবে।