রাজ্য

বামপথে ফিরছে লোছনপুর


মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা –বহুল চর্চিত নাম। এখান থেকেই সিপিআইএম র বিধায়ক ছিলেন আনিসুর রহমান। কিন্তু দীর্ঘ আট বছরে এই এলাকা সম্পূর্ণ তৃণমূলের দখলে। সমীক হোসেন এই পুরসভার চেয়ারম্যান। পঞ্চায়েত ভোটের অবর্ণনীয় সন্ত্রাস পঞ্চায়েত ভোট হ’তেই দেয়নি। মানুষের মনে ক্ষোভ দানা বেঁধেছিল অনেকদিন ধরেই। সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকল মহকুমার ইসলামপুর থানা এলাকার লোছনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোপিনাথপুর গ্রামে তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে নির্বাচনী সভা করে সিপিআইএম। পঞ্চায়েত ভোটে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এর প্রতিবাদে সিপিআইএম এ যোগদান করলেন কয়েক হাজার কর্মী সমর্থক। পুলিশি সন্ত্রাসের কারণে সিপিআইএম থেকে চলে যাওয়া মানুষ ফিরে এলেন বাম আন্দোলনে। মানুষের ভরসা সিপিআইএম, বলছেন লোছনপুর অঞ্চলের মানুষ। লোছনপুর অঞ্চলের গোপিনাথপুর বাজারে গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতি সি পি আই (এম) পার্টির পতাকা খুলে নিয়েছে। তৃণমূলের এই অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। মানুষের সম্মুখসমরে যাওয়ার ক্ষমতা নেই। তাই মানুষ প্রতিবাদ জানাতে চাইছে ব্যালটে।


One Reply to “বামপথে ফিরছে লোছনপুর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।