রাজ্য

ঝড়-বৃষ্টির সম্ভাবনা আজ রাজ্যের বেশিরভাগ জেলায়!


নিউজডেস্ক, চিন্তন নিউজ ৫ এপ্রিল: চৈত্রের ভীষণ দাবদাহে আজ হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখা ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুক্রবার বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।ধেয়ে আসা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গ, এমন‌ই অনুমান আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল২৪.৯° সেলসিয়াস ও সর্বোচ্চ ৩৩.৭° সেলসিয়াস, এর ফলে নাজেহাল কলকাতা বাসী। শুক্রবার ঝড় ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ফলে আবহাওয়ার পরিবর্তন হবে, মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করছে আলিপুর আবহাওয়া অফিস।
Sanjita Sanju,,,


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।