রাজ্য

মাঝ গঙ্গায় ডুবে গেল ‘মমতাময়ী মা’


গোপা মুখার্জি:চিন্তন নিউজ:১২ই মার্চ:- কলকাতার রাস্তায় ট্রাফিক জ্যাম দেখেছেন সবাই …..জ্যামে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা তো আকছার ঘটে থাকে ।এবার দেখুন নদীতে ট্রাফিক জ্যাম!

বৃহস্পতি বার সকাল ন’টায় হুগলি নদীতে কলকাতার পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ঘটে বাংলাদেশ থেকে আগত ছাই বোঝাই জাহাজ ‘এম ভি জাহাজ মমতাময়ী মা’ এর ।

প্রত্যক্ষদর্শীর দাবী সামনে অপর একটি বার্জ কে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ।তার জেরে প্রায় ৬০০ টন ফ্লাই অ্যাশ সমেত জাহাজটি নদীর জলে তলিয়ে যায়। এর ফলে গঙ্গা দূষণের আশঙ্কা । রাজনৈতিক মহলে গুঞ্জন …..তাহলে কি সত্যিই ‘মমতাময়ী মা’ এর তলিয়ে যাবার সময় এসেছে !


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।