চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ৩০ জুলাই: মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য শুরু করেছেন এক নতুন কর্মসূচি, ‘দিদিকে বলো’! সঙ্গে যুক্ত রয়েছে মোবাইল নম্বর। ঝাঁ চকচকে উপস্থাপনা, যাকে বলে তৃনমুলের আধুনিকীকরণ। এই কর্মসূচি শুরু হয়েছে দলীয় সভা থেকেই। নিজের ধ্বসে যাওয়া ভাবমূর্তি উদ্ধার করার লক্ষ্যেই শুরু হয়েছে এই অভিনব কর্মসূচি। অনেকটা মোদির কর্মসূচির অনুকরনে। এই কর্মসূচির উদ্দেশ্য হল […]