রাজ্য

তৃনমুলের আধুনিকীকরণ, ভাবমূর্তি উদ্ধারে মরিয়া মমতা


চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ৩০ জুলাই: মমতা বন্দ্যোপাধ্যায় সদ‍্য শুরু করেছেন এক নতুন কর্মসূচি, ‘দিদিকে বলো’! সঙ্গে যুক্ত রয়েছে মোবাইল নম্বর। ঝাঁ চকচকে উপস্থাপনা, যাকে বলে তৃনমুলের আধুনিকীকরণ। এই কর্মসূচি শুরু হয়েছে দলীয় সভা থেকেই।

নিজের ধ্বসে যাওয়া ভাবমূর্তি উদ্ধার করার লক্ষ্যেই শুরু হয়েছে এই অভিনব কর্মসূচি। অনেকটা মোদির কর্মসূচির অনুকরনে। এই কর্মসূচির উদ্দেশ্য হল নিঃসন্দেহে নিজের হারানো জনপ্রিয়তা ফিরে পাওয়ার এক মরিয়া প্রচেষ্টা। মমতা ব‍্যানার্জীকে সরাসরি নিজের অভিযোগ বা ক্ষোভের কথা জানানো এতকাল প্রায় অসম্ভব ব‍্যাপার ছিল। বিগত আট বছর ধরে যারাই তাদের প্রিয় দিদিকে কোনো ক্ষোভ বা অভিযোগের কথা জানাতে গেছে তার ফল হয়েছে ভয়াবহ। জুটেছে অত‍্যাচার ও পুলিশি হেনস্থা। এছাড়াও মাওবাদী তকমা ছিল উপরি পাওনা। দিদিকে সমর্থন না করার অপরাধে ঘর ছেড়েছেন হাজার হাজার বামপন্থী মানুষ। মাত্র কয়েকদিন আগে কোন্নগরের হীরালাল পাল কলেজে ঘটে গেছে একটি নক্কারজনক ঘটনা।দিদির নামে জয়ধ্বনি না দেবার অপরাধে শারীরিক ভাবে আক্রান্ত হতে হয়েছে একজন অধ্যাপককে।

‘দিদিকে বলো’র ফোন নম্বরটি হোলো ৯১৩৭০৯১৩৭০। এই দুর্লভ ঘোষনাটা করার সময় তিনি বলেছেন সবার সব অভিযোগের প্রতিকার তিনি করতে পারবেন না, তবে যতোটা সম্ভব চেষ্টা করবেন। যিনি একবছরের মধ্যেই সব করে দিয়েছিলেন, ২০০% কাজ করে দিয়েছিলেন তার মুখে হঠাৎ উল্টো সুর কেন? তাহলে কি কাজ এখনও বাকি রয়ে গেছে বলে তিনি মানছেন?


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।