সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২২ সেপ্টেম্বর: জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড, এক নির্মম ইতিহাসের সাক্ষী যা পাঞ্জাব তথা ভারতকে আমূল নাড়িয়ে দিয়েছিল। স্বর্ণ মন্দির যে রাজ্যের প্রধান দ্রষ্টব্য সেই অমৃতসর শহরের আধ মাইল দূরে অবস্থিত জালিয়ানওয়ালাবাগ, যা আজও ইতিহাসের করাল ছায়া বয়ে বেড়াচ্ছে। এই সেই জালিওয়নাবাগ, যেখানে গত শতকে ঘটেছিল এক নৃসংস, নারকীয় হত্যাকান্ড। রাউলাট আইনের বিরুদ্ধে গান্ধীজী […]