জেলা

দক্ষিণ ২৪ পরগণা জেলার খবর-


চিন্তন নিউজ: ২৭শে জুলাই:-বিশু দাস এর রিপোর্ট:- সি পি আই (এম) যাদবপুর পূর্ব এরিয়া কমিটি আয়োজিত শ্রমজীবী মানুষের জন্য শ্রমজীবী ক‍্যান্টিনের দ্বিতীয় দিনে ১০ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল স্বল্পমূল্যের খাবার। মাত্র ২০ টাকার বিনিময়ে দুপুরের খাবার এই দুর্মূল্যের বাজারে! ১০৩,১০৪,১০৯ নং ওয়ার্ডের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পরিচালিত ক্যান্টিন আগামী দিনে আরও বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে বদ্ধপরিকর। গড়ফা পার্টি অফিসে খুব শীঘ্রই শুরু হতে চলেছে নিজস্ব রান্নাঘর। লকডাউনের দিনগুলো বাদ দিয়ে প্রত্যেক দিন পরিষেবা নিয়ে হাজির ‘শ্রমজীবী ক্যান্টিন।’

সংবাদদাতা বিভাস সাহার রিপোর্ট:- সি,পি আই (এম)সোনারপুর উওর এরিয়া কমিটির অন্তর্গত উওর পাঁচপোতা শাখার সবুজ সঙ্ঘ এলাকায় এই শাখার উদ্যোগে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে শতাধিক মানুষের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক কমঃ অপূর্ব কুমার মন্ডল ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃঅনির্বান ভট্টাচার্য। ২০১১ সালের পর আয়োজিত প্রথম মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেল যা আগামী দিনে লড়াইয়ে বাড়তি অক্সিজেন জোগাবে সন্দেহ নেই।

আবার সি.পি.আই(এম) ঠাকুরপুকুর-মহেশতলা এরিয়া কমিটির ১১০ নং ওয়ার্ড অঞ্চলে কেন্দ্র ও রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে সি.পি.আই(এম) জয়নগর ১ এরিয়া কমিটির বহড়ু শাখার উদ্যোগে মাস্ক বিতরণ ও জনসচেতনতা প্রচার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।