জেলা

কাজের দাবিতে যুব ফেডারেশনের বিক্ষোভ


মিঠুন ভট্টাচার্য:-চিন্তন নিউজ:-৬ই সেপ্টেম্বর,২০২০:- আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি ৩৮ নম্বর ওয়ার্ডে সংহতি মোড়ে সকল বেকারের কর্মসংস্থানের দাবীতে, কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালের বিল নিয়ন্ত্রণ করার দাবি সহ ৭দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।ঐ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা, যুব ফেডারেশনের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ তীর্থঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ।কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যুব ফেডারেশনের কর্মীরা শারীরিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।