মিঠুন ভট্টাচার্য:-চিন্তন নিউজ:-৬ই সেপ্টেম্বর,২০২০:- আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি ৩৮ নম্বর ওয়ার্ডে সংহতি মোড়ে সকল বেকারের কর্মসংস্থানের দাবীতে, কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালের বিল নিয়ন্ত্রণ করার দাবি সহ ৭দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।ঐ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা, যুব ফেডারেশনের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ তীর্থঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ।কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যুব ফেডারেশনের কর্মীরা শারীরিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করে।
Related Articles
সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে সারা দেশের সাথে বাঁকুড়া জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচী।
কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:৪ঠা জুন:-আজ ৪ঠা জুন ২০২০ সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে সারা দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচীর সাথে বাঁকুড়া জেলা জুড়ে কর্মসূচী পালন। মনরেগা (MNREGA)’তে বছরে ২০০দিন কাজ,দৈনিক ৩০০/-টাকা মজুরী ও অন্যান্য দাবীতে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে মিছিল বিক্ষোভ ও ডেপুটেশন।ইত্যাদি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গ্রামের গরীব খেটে খাওয়া মানুষ লাল পতাকা […]
হাওড়া জেলার খবর:-
চিন্তন নিউজ:-সরোজ দাস:-২৫শে নভেম্বর- এস এস সি দপ্তরে শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশের লাঠিচার্জ এবং একজন এস এফ আই কর্মী আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তার প্রতিবাদে আজ বালি বেলুড় ডি ওয়াই এফ আই ও এস এফ আই লোকাল কমিটির যৌথ উদ্যেগে বিক্ষোভ কর্মসূচি । স্থান – বেলুড় রঙ্গলি মলের সামনে। সংবাদ দিয়েছেন—-আশিস কংসবণিক গতকাল এস […]
পূর্ব বর্ধমান জেলার খবর
চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৭ জানুয়ারি, ২০২২ – সব শ্রমিকদের কাছে পৌঁছানোর অভিপ্রায়ে বর্ধমান শহর ১ থেকে আজ সন্ধ্যায় বীরহাটা এলাকায় সিটুর সদস্য সংগ্রহের কাজ চলছে। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্বস্থলী- ২ এরিয়া কমিটির কালেখাঁতলা -১ পূর্ব শাখার হৃষি গ্ৰামে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলন জোরদার করতে মহিলা কমরেডদের উদ্যোগে গণ অর্থ সংগ্রহের মাধ্যমে সংগ্ৰামী তহবিল […]