সুগত দত্ত:চিন্তন নিউজ:২৯শে ফেব্রুয়ারি:–প্রচারহীন মহিলাদের টি ২০ বিশ্ব কাপ ক্রিকেট চলছে। ভারতের মহিলা ক্রিকেট দল অসাধারণ দক্ষতায় নিজেদের গ্রুপের সব কটি খেলায় জিতে সেমিফাইনালে উঠেছে। আজ ছিলো গ্রুপ লীগের শেষ খেলা শ্রীলঙ্কার বিপক্ষে। টসে জিতে শ্রীলঙ্কা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই ভারতের বোলারদের দাপট ছিলো। ২০ ওভারে শ্রীলঙ্কা ১১৩ রানে ৯ উইকেট হারায়।
শ্রীলঙ্কার হয়ে আতাপাতু সর্বাধিক ৩৩ রান করেন। ভারতের রাধা যাদব ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া দিপ্তী শর্মা, শিখা পাণ্ডে, পুনম যাদব একটি করে উইকেট নেন। আর রাজেশ্বরী গায়কাওয়ার ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন।
ভারত ব্যাট করতে নেমে৩ উইকেট হারিয়ে ১৪.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেন। ভারতের হয়ে শেফালী ভার্মা ৩৪ বলে ৪৭ রান করেন। রাধা যাদব আজকের সেরা খেলোয়ার। ভারতের সেমিফাইনাল খেলা আগামী ৫ তারিখে।