দেশ রাজ্য

কাশ্মীরের মতো দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল করে বিচ্ছিন্ন করা হবে বাংলা থেকে !!!!!!


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১১ই আগস্ট:–কেন্দ্রের এনডিএ সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে তাদের একাধিক জনবিরোধী কাজকে সংখ্যাধিক্যের বলে আইনসভায় পাশ করিয়ে নিচ্ছেন।
কাশ্মীরে ৩৭০ধারা বিলোপ তার‌ই অন্যতম নিদর্শন। আগামী ৩১ শে অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মীর ও লাদাখ।
সূত্রের খবর এরপর দার্জিলিংকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন দার্জিলিংয়ের বর্তমান সাংসদ রাজু বিস্ত।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এই বিষয় নাকি তাঁদের চিন্তার মধ্যেই আছে।
প্রসঙ্গত বিমল গুরুংরা বরাবরই দাবি করে আসছেন দার্জিলিংকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার। তাদের মনোনীত প্রার্থী বিজেপির রাজু বিস্ত ও সেই দিকেই এগোচ্ছেন। যদিও রাজ্য বিজেপির বক্তব্য তাঁরা চান না-দার্জিলিং বাংলা থেকে বিচ্ছিন্ন হোক। গত লোকসভা, এবং এবারের লোকসভায় বিজেপি প্রার্থীর প্রতিশ্রুতি ছিল পাহাড়বাসীর কাছে তাদের দাবি পূরণ করার।
প্রশ্ন –এইভাবে একেরপর এক রাজ্যকে বিচ্ছিন্ন করা ,বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা কি ফেডারেল গঠনতন্ত্রে আঘাত নয়?? চরম স্বৈরাচারী মনোভাব নিয়ে এগোচ্ছেন বর্তমান কেন্দ্রসরকার।এ ভারতীয় সংবিিিধানে আঘাত বলে মনে করছেেে বিশিষ্ট মহল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।