রাজ্য

নয়া বেতন না ডিএ যোগে বর্তমান বেতন। কোনটাতে বেশি লাভ?


মলয় মুখোপাধ্যায়:চিন্তন নিউজ:২৭শে নভেম্বর:–অনেক বন্ধুর অনুরোধ আসছে, পে-কমিশন লাগু হওয়ার আগে, যাতে সরকারি কর্মচারী সংগঠন ট্রাবুনালে না যায়। এরা অবুঝ। নয়ত এদেরকে বোঝান হচ্ছে, মামলায় গেলে পে-কমিশন আর পাওয়া যাবে না।কিন্তু সংগঠন বলছে পে-কমিশন না দিয়েও,সরকার যদি বর্তমান বেতনের উপর আদালতের নির্দেশ মত (AICPI) অনুযায়ি মহার্ঘ ভাতা প্রদান করেন সেক্ষেত্রে নয়া বেতনের থেকেও তা বেশি হবে।

লক্ষ্যণীয় যে, রোপা প্রকাশ করে অর্থমন্ত্রী কি বলেছিলেন?১০০বেসিক+১২৫% ডিএ+১৪.২২ বেতন বৃদ্ধি=২৫৭/ ফিটম্যান ফ্যাক্টর২.৫৭সঙ্গে তিনবছর তিন শতাংশ। পুরো বেতন ০১/০১/২০ থেকে ২৮০.৯০ /অর্থাৎ রাউন্ড ফিগারে২৮১/

এবার দেখা যাক, রাজ্যসরকারি কর্মীরা বেতন কমিশন, ৪ বছর যেমন পেলেন না। মনে করা যাক আজও তা অধরা। কিন্তু সরকারি কর্মচারী ইউনিয়ন আদালতের নির্দেশ মত ৫ ম বেতন কমিশনের বকেয়া সহ বর্তমান বেতনের উপর নিয়মিত এআইসিপিআই (AICPI) অনুযায়ি মহার্ঘ ভাতা পেয়ে থাকি। তবে নয়া বেতনের থেকে বর্তমান বেতন বেশি হবে।

অবশ্যই লক্ষ্যনীয় ১|১|১৬ বেতন ১০০+ডিএ ১২৫% = ২২৫ টাকা।**১|৭|১৬= ৩% ইনক্রিমেন্ট যোগে বেতন ১০৩ টাকা +১৩২% ডিএ = বেতন ২৪০ টাকা।১|১|১৭ থেকে ৩০|০৬|১৭ ১৩৬% ডিএ যোগে নিয়মিত বেতন।১|০৭|১৭= ৩% ইনক্রিমেন্ট যোগে বেতন ১০৬ টাকা +১৩৯% ডিএ = বেতন ২৫৩ টাকা।১|১|১৮ থেকে ৩০|০৬|১৮, ১৪২% ডিএ যোগে নিয়মিত বেতন। ১|০৭|১৮= ৩% ইনক্রিমেন্ট যোগে বেতন ১০৯ টাকা +১৪৮% ডিএ = বেতন ২৭০ টাকা।
০১|০১|১৯ থেকে ৩০|০৬|১৯, ১৫৪ % ডিএ যোগে নিয়মিত বেতন।০১|০৭|১৯ =৩% ইনক্রিমেন্ট যোগে বেতন ১১২ টাকা +১৬৫ % ডিএ = বেতন ২৯৭ টাকা। ০১|০১|২০ তে এআইসিপিআই (AICPI) অনুযায়ি মহার্ঘভাতা যদি নয়া বেতনে ৫% হয়ে থাকে এবং সরকারি কর্মচারীদের বর্তমান বেতন অনুযায়ি তাকে ১০% ধরা হয়, তখন তাদের ডিএ হবে ১৭৫%।

এবার মানুষ দেখুন তার ১১২ টাকার উপর ০১|০১|২০ তে ১৭৫% ডিএ যোগে বেতন কত হয়। ১১২ টাকা + ১৭৫% ডিএ =৩০৮ টাকা।এবার একবার ভাবা উচিত এই ডিএ বঞ্চনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নয়া বেতনের থেকে বর্তমান বেতনের উপর এআইসিপিআই অনুযায়ি মহার্ঘভাতা পেয়ে থাকলে নয়া বেতন কত পেছনে পড়ে থাকছে।
সকলে হয়ত লক্ষ্য করেছেন, ডিএ মামলা প্রেক্ষিত এবারের বেতন কমিশন ঘোষনায় মাননীয়া ডিএ নিয়ে কোনও কথা বলেনি। রোপা মন্ত্রীসভায় পাশ হওয়ার দিন মাননীয় অর্থমন্ত্রীও ডিএ নিয়ে নিশ্চুপ ছিল। আজ ২৭|০৯|১৯ রোপা প্রকাশিত হলেও রোপাতে ডিএ-র “ড” ও কোথাও খুঁজে পাওয়া গেল না।।

সরকার মনে করছেন তাঁরা চালাক আর মামলাকারিরা বোকা। এই ধারণা পোষণ করেন যাঁরা তাঁরা মুর্খের স্বর্গে বাস করছে।কারণ সরকার চালাকি আরম্ভ করে দিয়েছেন এবং সরকারি কর্মচারী ইউনিয়ন তা ধরেও ফেলেছে। সঠিক সময়ে সেই বার্তা সবার কাছে পৌছে যাবে।কাহাবতে আছে চালাকির দ্বারা মহত কাজ হয় না।
একটা কথা মনে রাখাা উচিত ডিএ পৌণঃপুনিক খরচ। এটা বর্তমান সরকার কিছুতেই দিতে চাইবেনা। কিন্তু এই সংগঠন কনফেডারেশন শফত নিয়েছে, ডিএ আদায় করেই ছাড়বেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।