দেবু রায়: চিন্তন নিউজ:২৪শে জুলাই:- ২০১১ সালে বাংলার রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূলের ঘাতক বাহিনী যে অত্যাচার নামিয়ে এনেছিল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর তার ব্যাতিক্রম নয় !
দু’বছর আগেও সন্ত্রাসের আবহাওয়া ছিলো। ২৪শে জুলাই নরেন্দ্রপুর স্টেশন সংলগ্ন অঞ্চলে সাধারন মানুষের সমর্থনে এক পথ সভার মাধ্যমে এক বিক্ষোভ কর্মসুচির আয়োজন করা হয়! ওই পথ সভাতে উপস্থিত ছিলেন বামপন্থি তথা সিপিআই (এম) এর নেতা সমীর হালদার , বিশ্বজিৎ মন্ডল , অপূর্ব মন্ডল প্রমুখ! উপস্থিত বক্তারা রাজ্য সরকারের কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় সার্বিক ব্যার্থতা, তার সাথে সিইএসসি ভুতুড়ে বিল, টিএমসি’র আম্প্যান নিয়ে ত্রানের দুর্নীতি , রেশনে চাল চুরি সহ কেন্দ্রীয় সরকারের ভুল – ভাল নীতির জন্য মানুষকে আজ ভিখারীর মত অবস্থায় দাঁড় করিয়েছে !
একদিকে কোনো কর্মসংস্থান নেই , জিডিপি কমছে , তেলের দাম বাড়ছে প্রায় রোজই , নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া , সমস্ত পরিস্থিতি ব্যাখ্যা করেন ! সবচেয়ে ইতিবাচক দিক হলো সাধারন মানুষ মেঘলা আকাশ থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ মিটিংটা শোনেন।