রাজ্য

আইপিএস রাজীব কুমার কোথায়?হন্যে হয়ে খুঁজছেন সিবিআই।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৯শে সেপ্টেম্বর:- বুধবার রাতভর চলেছে রাজীব কুমারের খোঁজে তল্লাশি।
সিবিআইয়ের বিশেষ আধিকারিক ১৪ জনের একটি দল সম্ভাব্য পরিচিত জায়গা গুলিতে যান রাজীব কুমারের খোঁজে।কিন্তু কোথাও তাঁর হদিশ মেলেনি। এর ফলে সিবিআই আধিকারিকরা বিরক্ত। অসহযোগিতার কথা উঠছে।

প্রসঙ্গত মঙ্গলবার নবান্নে যান সিবিআইয়ের অফিসাররা। সেখান থেকে রাজীব কুমারের ছুটি সংক্রান্ত তথ্য নিয়ে আসেন। এবং ডিজিপির একটি চিঠি। ডিজিপি আর‌ও বলেন সিবিআইয়ের সমন তাঁরা রাজীব কুমারের বাসভবনে পৌঁছে দিয়েছেন।ডিজিপির চিঠি হাতে পেয়ে মঙ্গলবার রাত্রে সিবিআইয়ের১৪ জন অফিসারদের সাথে মিটিং করেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। বুধবার সারাদিন, রাতভর রাজীবের খোঁজে ঘোরেন সিবিআইয়ের আধিকারিকরা।

বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন রাজীব কুমার, বারাসত আদালত বলেন এই কেস দক্ষিণ চব্বিশ পরগনার, তাই আলীপুর আদালতে অ্যাপিল করতে হবে। সেইমত আজ আলীপুর কোর্টে শুনানি ছিল। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন আলীপুর আদালত।

রাজীব কুমারের কোনও হদিশ মিলছে না, তথ্য দিয়ে সাহায্য করছে না রাজ্য সরকারও’, গ্রেফতারি পরোয়ানা চেয়ে কোর্টে সওয়াল সিবিআইয়ের। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা চেয়ে সওয়াল, ‘সিবিআই যে কোনও সময় গ্রেফতার করতে পারেন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্ত ক্ষমতা দিয়েছে। তারপরেও কেন জামিন অযোগ্য পরোয়ানা চাইছেন?’, সিবিআইকে প্রশ্ন আলিপুর আদালতের ‘রাজীব পলাতক, তদন্তেও সহযোগিতা করছেন না, তাই জামিন অযোগ্য পরোয়ানার আবেদন। ‘, বিচারকের প্রশ্নের জবাবে জানাল সিবিআই। সওয়ালে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গও টানল সিবিআই।

শোনা যাচ্ছে রাজীব কুমার আত্মসমর্পণ করতে চায়। এই কথা বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না সাধারণত কেউ।কেন এত অসহযোগিতা, তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজীব কুমার ইস্যু কোনদিকে মোড় নেয়,তা সময়ের অপেক্ষা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।