গোপা মুখার্জী : চিন্তন নিউজ :২৯শে আগস্ট,২০২০:- গত সোমবার দিল্লির বিজেপি সভাপতি অদেশ গুপ্তা প্রাক্তন আম আদমি লিডার আন্না হাজারেকে চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছিলেন দিল্লির আপ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে সামিল হওয়ার জন্য । বিজেপি সভাপতি চিঠিতে আপ সরকারকে দুর্নীতিগ্রস্ত বলেও দাবী করেছেন । কিন্তু সরাসরি এই অনুরোধ প্রত্যাখান করেছেন বর্ষীয়ান নেতা আন্না হাজারে ।
তিনি পাল্টা চিঠি লিখে বিজেপি সভাপতিকে জানিয়েছেন যে, তাঁদের দল বিজেপি গত ছ’বছর ধরে ক্ষমতায় রয়েছে । শুধু তাই নয় দেশের প্রাণশক্তি যে যুবসমাজ, সেই যুবসমাজের বিপুল সংখ্যায় সমর্থন রয়েছে তাঁদের দলের প্রতি । তা সত্ত্বেও তাঁর মতো একজন ধন সম্পদ হীন বৃদ্ধ ফকিরের সমর্থন চাইছেন বিজেপি সরকার এটা খুবই দুর্ভাগ্যজনক । তিনি আরও বলেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় দাবি করেন যে তাঁর সরকার দেশের দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ নিয়েছে । তাই যদি হয় তবে কেন আপ সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না? বিজেপি সরকারের প্রতি কটাক্ষ করতেও ছাড়েন নি বর্ষীয়ান নেতা । তিনি বলেছেন যে, দুর্নীতি দূরীকরণের জন্য বিজেপি সরকারের সব দাবীই কি আসলে ফাঁকা আওয়াজ? আদতে তার কোনো ভিত্তিই নেই !